ETV Bharat / city

সোমবার থেকে বন্ধ শিলিগুড়ির আরও 4টি বাজার

author img

By

Published : Jun 28, 2020, 9:41 PM IST

জেলায় কোরোনা সংক্রমণ রুখতে শিলিগুড়ির চারটি বাজার বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। আগামীকাল থেকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট খুললেও কড়া নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।

Siliguri
Siliguri

শিলিগুড়ি, 28 জুন : কোরোনা সংক্রমণ বাড়তেই দার্জিলিং জেলা প্রশাসনের তরফে আগামীকাল থেকে টাউন স্টেশন বাজার ও টিকিয়াপাড়া বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে নতুন করে আরও চারটি বাজার বন্ধের নির্দেশিকা জারি করা হল । অন্যদিকে বিশেষ নজর রাখা হবে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ।

কোরোনা সংক্রমণ রোধে একটানা বহুদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট । তবে তার আগে সম্পূর্ণ এলাকা স্যানিটাইজ় করা হবে বলে জানানো হয়েছে ৷ ভিড় এড়াতে মাছের বাজার সরানো হবে রেগুলেটেড মার্কেট চত্বরের ফাঁকা জায়গায়। পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট ও চম্পাসারি বাজারে ।

অন্যদিকে নতুন করে বন্ধ হতে চলেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ির চারটি বাজার। জেলা প্রশাসনের তরফে প্রকাশিত তালিকায় নাম হায়দরপাড়া বাজার, একটিয়াশাল হাট, শালুগাড়া মার্কেট ও বাংলা বাজারের । সোমবার থেকে টানা সাতদিনের জন্য বন্ধ রাখা হবে ওই বাজারগুলি । এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, প্রশাসনের নির্দেশ অনুসারে আগামীকাল থেকে নতুন করে চারটি বাজার বন্ধ করা হচ্ছে । কোরোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

একই কারণে ইতিমধ্যেই টাউন স্টেশন বাজার ও টিকিয়াপাড়া বাজার বন্ধের নির্দেশ জারি করেছে দার্জিলিং জেলা প্রশাসন ৷ আগামীকাল থেকে সাত দিনের জন্য বন্ধ থাকবে এই বাজারগুলিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.