Agitation against Anubrata: সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে !

author img

By

Published : Aug 11, 2022, 10:53 PM IST

why-people-shows-agitation-against-anubrata-mondal-after-arrest-in-cattle-smuggling-case

বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (Anubrata Mondal Arrested by CBI in Cattle Smuggling Case) ৷ তার পর দিনভর তাঁকে নিয়ে সিবিআই যেখানে গিয়েছে, সেখানেই এই তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে ৷ কেন ? সাধারণের এত রাগ-ক্ষোভ জমা ছিল অনুব্রতর বিরুদ্ধে ? উঠছে প্রশ্ন ৷

কলকাতা, 11 অগস্ট : যাঁর দাপটে কার্যত বাঘে-গরুতে একঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডল গ্রেফতার (Anubrata Mondal Arrested) হতেই সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল বীরভূমে ৷ যাঁরা এতদিন তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন, সেই বীরভূমবাসীর কেউ উচ্ছ্বসিত, আবারও কেউ ধন্যবাদ জানালেন সিবিআইকে (CBI) ৷ অনেকে তো আবার বিক্ষোভও দেখালেন অনুব্রতকে নিয়ে যাওয়ার সময় ৷

এটা যদি বীরভূমের খণ্ডচিত্র হয়, তাহলে গোটা বাংলায় এদিন ধরা পড়েছে বিরোধীদের উচ্ছ্বাসের ছবি ৷ কোথাও বিলি হয়েছে গুড়-বাতাসা৷ আবার কোথাও ’চড়াম-চড়াম’ করে ঢাক বাজিয়ে উৎসব পালন করেছে বিরোধী সিপিএম-বিজেপি (CPIM-BJP) ৷

বৃহস্পতিবারে সিবিআই বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে নিয়ে যায় ৷ তার পর বিকেলের দিকে তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে ৷ যদিও তার অনেক আগেই বিরোধী সিপিএম ও বিজেপি কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল ৷ অনুব্রতকে সিবিআই পৌঁছতেই অনেকে জুতো দেখান, আবার কেউ গরু চোর বলে কটাক্ষও ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই হেভিওয়েট নেতার দিকে ৷

যা দেখে বিস্মিত বঙ্গ রাজনীতির ওয়াকিবহাল মহল ৷ রাজনৈতিক মহল এই ঘটনাকে নজিরবিহীন বলেই ব্যাখ্যা করছে ৷ তাঁদের মতে, 2014 সালের পর থেকে বাংলায় তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট রাজনৈতিক নেতাদের গ্রেফতারির পর্ব শুরু হয় ৷ সেই পর্বে কখনও ঘাসফুল শিবির থেকে সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ হয় ৷ আবার কখনও যিনি গ্রেফতার হয়েছেন, তাঁর অনুগামীরা আদালত চত্বরে গিয়ে ‘দাদার’ পাশে থাকার বার্তা দেন ৷

মদন মিত্রর ক্ষেত্রে এই ছবি দেখা গিয়েছে ৷ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জন্য তো নিজাম প্যালেসের বাইরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ কিন্তু এভাবে একযোগে বিক্ষোভ কোনও নেতার গ্রেফতারির ক্ষেত্রে দেখা যায়নি বলে দাবি রাজনৈতিক মহলের ৷

ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার পর কখনও ভুবনেশ্বর বিমানবন্দরে, কখনও জোকা ইএসআই-তে চোর বলে কটাক্ষ করা হয়েছে ৷ এক মহিলাতে ক্ষোভে পার্থকে জুতো ছুঁড়েও মারেন ৷ কিন্তু এভাবে সমবেত বিক্ষোভ ৷ গরু চোর বলে কটূক্তি ৷ আবার বিরোধীদের উল্লাস, এমনটা তৃণমূলের কোনও নেতা গ্রেফতার হওয়ার পর এই প্রথম ঘটল ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন এমন ঘটল ? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অনুব্রত বরাবর দাপুটে রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ৷ বিভিন্ন সভা-সম্মেলন থেকে কখনও পুলিশকে বোমা মারে, কখনও বিরোধীদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি শোনা গিয়েছে ৷ বিরোধীরা বারবার তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ ভোট পরবর্তী হিংসা মামলা থেকে বগটুই হত্যাকাণ্ড, সবেতেই তাঁর নাম জড়িয়েছে ৷ এমনকী, বীরভূমের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের তাঁর নির্দেশেই পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিত বলে অভিযোগ ৷

রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণে অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভের পরিমাণ অনেক বেশি ছিল ৷ বৃহস্পতিবার সিবিআই তাঁকে গ্রেফতার করতেই বিষয়টি ফুটে বের হল বিভিন্ন শ্রেণির মানুষের থেকে ৷ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের থেকেও ৷

আরও পড়ুন : পার্থর মতোই কি অনুব্রতর পাশেও থাকছে না তৃণমূল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.