ETV Bharat / city

TMC Goa Challenge : গোয়ায় দলের ভাঙন ঠেকানোই ভোটের আগে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের ?

author img

By

Published : Dec 29, 2021, 7:31 PM IST

গোয়ায় গত কয়েকমাস ধরে সংগঠন বৃদ্ধির চেষ্টা করছে তৃণমূল৷ ইতিমধ্যে ঘাসফুল শিবিরে ভাঙনও ধরেছে ৷ এই পরিস্থিতিতে তিনদিনের গোয়া সফরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) ।

what is the biggest challenge of tmc before goa assembly election 2022
TMC Goa Challenge : গোয়ায় দলের ভাঙন ঠেকানোই ভোটের আগে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৃণমূলের ?

কলকাতা, 29 ডিসেম্বর : বড়দিনের উৎসবের মাঝেই গোয়ার মাটিতে পা রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) । পাখির চোখ গোয়ার বিধানসভা নির্বাচন । তিনদিনের সফরে প্রথম দিনেই একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিষেক । 30 ডিসেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি ।

সূত্রের খবর, গোয়ার বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) রণকৌশল ঠিক করতেই বেশ কয়েকটি দলীয় বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । ঠিক এই সময়ে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে যাঁরা দলে রয়েছেন তাঁদের ধরে রাখা (what is the biggest challenge of TMC before Goa assembly election 2022) । সম্প্রতি প্রাক্তন বিধায়ক-সহ চার তৃণমূল নেতা দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুলে দল ছেড়েছেন ।

রাজনৈতিক মহলের মতে, ঠিক এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ শুধু নতুন করে সাংগঠনিক কাঠামো ভেঙে সাজানো নয়, একই সঙ্গে দলের আভ্যন্তরীণ বন্ডিংও আরও দৃঢ় করা । গোয়ায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে । কাজেই এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের গতিপ্রকৃতি কী হয়, সকলের নজর সে দিকে রয়েছে ।

এদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । দিলীপ বলেন, “উনি বরং গোয়াতেই থেকে যান । অত দামি বিমান কিনেছেন অভিষেকবাবু, কাজে লাগাতে হবে তো ! তাই গোয়া-কলকাতা করছেন । ত্রিপুরার মানুষ তো উত্তর দিয়েই দিয়েছে । গোয়াতেও উত্তর দেবে মানুষ । ওখানকার লোকরাও তৃণমূল কী, তা বুঝে গিয়েছে । তাই তারাও উত্তর দিয়ে দিয়েছে । যাঁরা এসেছিলেন, তাঁরা বলেই দিয়েছেন তাঁদের কেন নিয়ে আসা হয়েছিল । তৃণমূলের আসল রূপটা তাঁরা পরিষ্কার করে দিয়েছেন ।"

কিছুদিন আগেই গোয়ায় তৃণমূলে ভাঙন ধরে । বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বেরিয়ে যান । ইতিমধ্যে গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে তৃণমূল । বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধেই তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে । এই পরিস্থিতিতে অভিষেকের গোয়া সফর নিয়েই কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপবাবু ।

একই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদেরও ৷ যেভাবে ঘর গোছানোর সময় ভাঙন শুরু হয়েছে তৃণমূল শিবিরে, তার প্রভাব ভোটে কতটা পড়বে ? রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বলেন, ‘‘এই মুহূর্তে গোয়ায় খাতায় কলমের তৃণমূলের শক্তি পরীক্ষিত নয় । যেহেতু তারা এখনও পর্যন্ত কোনও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেনি, তাই তারা সমর্থন পেতে পারেন এখনই বলা সম্ভব নয় । এক্ষেত্রে ব্যক্তি ক্যারিশ্মা কিছুটা কাজে আসতে পারে । তাই এ ধরনের ভাঙন দলের ভাবমূর্তি ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে ।’’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সেই মেরামতে কতটা কার্যকরী হতে পারেন বলা মুশকিল । এক্ষেত্রে বরং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর ।

আরও পড়ুন : Aleixo Reginaldo Lourenco joins TMC : মমতার হাত ধরে তৃণমূলে গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি

অপর রাজনৈতিক বিশ্লেষক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী গোয়ায় তৃণমূলের থেকে বড় কিছু আশা করছেন না । তিনি মনে করছেন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হতে পারলেই সেটাকে অনেক বড় সাফল্য হিসেবে দেখা হবে । এই অবস্থায় অভিষেকের সফর কতটা গোয়ার জনমানুষের প্রভাব ফেলতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.