সন্দেশখালিতে রেখা পাত্রের সমর্থনে জনসভা শুভেন্দু অধিকারীর - Lok Sabha Election 2024
Published : May 24, 2024, 2:53 PM IST
|Updated : May 24, 2024, 3:11 PM IST
শেষ ও সপ্তম দফায় নির্বাচন সন্দেশ খালিতে ৷ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ তাঁর সমর্থনে আজ, শুক্রবার সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ত্রিমোহনী বাজার সংলগ্ন মাঠে জনসভা করছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে জনসভা করে সভা করেন ৷ তার ঠিক তিনদিনের মাথাতেই সন্দেশখালিতে নির্বাচনী সভায় যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্দেশখালির সভা শেষে বাদুড়িয়াতেও রেখা পাত্রের সমর্থনে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর হাড়োয়া বিধানসভা এলাকাতে করবেন ৷ 1 জুন শেষ দফার নির্বাচনের প্রচারে কোনওরকম খামতি রাখতে চায় না পদ্মশিবির ৷ সবপক্ষই প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছে না।
Last Updated : May 24, 2024, 3:11 PM IST