ETV Bharat / city

Corona in Bengal : সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

author img

By

Published : Oct 19, 2021, 7:04 PM IST

গত 24 ঘণ্টায় কলকাতা এবং উত্তর 24 পরগনায় 2 জন করে মারা গিয়েছেন ৷ নদিয়া এবং হাওড়াতেও মারা গিয়েছেন 2 জন করে ৷ দক্ষিণ 24 পরগণায় মৃত্যু হয়েছে 1 জনের ৷

Corona in Bengal
সাতশোর ঘরে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যু

কলকাতা, 19 অক্টোবর : আবারও বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ ৷ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 726 জন ৷ আগের দিন যা ছিল 690 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 183 জন, উত্তর 24 পরগনায় 106 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 2 জনের, উত্তর 24 পরগনাতেও মারা গিয়েছেন 2 জন ৷ হাওড়া এবং নদিয়ায় 2 জন করে মারা গিয়েছেন ৷ হাওড়ায় প্রাণ হারিয়েছেন 1 জন ৷

অর্থাৎ, গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 9 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 12 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 81 হাজার 946 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 705 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 55 হাজার 520 জন৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 428 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 998 জনের৷

আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে 10 হাজারেরও বেশি৷ গতকাল 23 হাজার 19 জনের নমুনা পরীক্ষা হয়েছিল৷ আজ 33 হাজার 212 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 87 লাখ 33 হাজার 414 জনের ৷

এই সংক্রান্ত খবর : পুজো কাটতেই বাড়ছে করোনা, ছুটি বাতিল কলকাতার স্বাস্থ্যকর্মীদের

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 8 লাখ 23 হাজার 720 জন ৷ যা গতদিনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লক্ষ 23 হাজার 918 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 90 লাখ 48 হাজার 953 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 85 লাখ 319 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.