ETV Bharat / city

Babul Supriyo Oath : বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

author img

By

Published : Apr 27, 2022, 9:46 AM IST

Babul Supriyo Oath News
বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা

বাবুল সুপ্রিয়র শপথের জন্য ফাইল তৈরি করে রাজভবনে পাঠানো হয়েছিল । বিধানসভাকে বেশ কিছু 'শর্ত' চাপিয়ে শপথ সংক্রান্ত ফাইলটি বিধানসভায় ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Complications with the oath of MLA Babul Supriyo) ।

কলকাতা, 27 এপ্রিল : যাদবপুরে বিজেপির মন্ত্রী বাবুলকে উদ্ধার করতে এসেছিলেন । এবার তৃণমূলের জয়ী বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথে তিনিই কার্যত 'বাধা' হয়ে দাঁড়ালেন । বাবুলের শপথ গ্রহণ ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন জটিলতা (Oath of MLA Babul Supriyo) । শাসকদলের অভিযোগ, এর মূলে রয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান । রাজ্যের বর্তমান রাজ্যপালের আমলে যেকোন শপথগ্রহণ ঘিরেই বিতর্ক যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । এবারও তার ব্যতিক্রম হল না ।

সদ্যসমাপ্ত বালিগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের পর জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র শপথের জন্য ফাইল তৈরি করে রাজভবনে পাঠানো হয় । বিধানসভা থেকে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়, যাতে শপথগ্রহণ অনুষ্ঠান বিধানসভা থেকেই করা যেতে পারে । সেক্ষেত্রে অধ্যক্ষ যাতে তাঁকে শপথবাক্য পাঠ করতে পারেন । কিন্তু এই চিঠি হাতে পেয়ে বেঁকে বসেন রাজ্যপাল । বিধানসভাকে বেশ কিছু 'শর্ত' চাপিয়ে শপথগ্রহণ সংক্রান্ত ফাইলটি বিধানসভায় ফেরত পাঠিয়ে দিয়েছেন তিনি ।

কী তাঁর শর্ত ? জগদীপ ধনকর জানিয়েছেন, এতদিন তিনি বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তুলেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে তবেই ফাইলে সই করবেন । এর জন্য ব্যাখ্যা দিতে বিধানসভার সচিবকে রাজভবনে ডেকেও পাঠিয়েছেন রাজ্যপাল ।

আরও পড়ুন : 'হাত' ধরছেন না পিকে, কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন ভোটকুশলী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.