Durga Puja : বাগুইআটির বন্ধুমহলে এবার থিম সং গাইছেন আফগানিরা, থাকছে বেলি ডান্সও

author img

By

Published : Sep 9, 2021, 6:18 PM IST

two-afghani-singer-to-sing-theme-song-of-durga-puja-committee

বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল দুর্গাপুজো কমিটি । এবারের দুর্গাপুজোয় থিম সং গাওয়ানো হচ্ছে দুই আফগানি গায়ককে দিয়ে ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর : সংকটের সময় আফগানিস্তানের পাশে থাকতে চায় কলকাতা ৷ তাই এবারের দুর্গাপুজোয় থিম সং গাওয়ানো হচ্ছে দুই আফগানি গায়ককে দিয়ে ৷ সঙ্গে পুজোর দিনগুলিতে মণ্ডপে দেখা যাবে আফগানি বেলি ডান্সও । এই উদ্যোগ নিয়েছে কলকাতা লাগোয়া বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল দুর্গাপুজো কমিটি ।

আরও পড়ুন : Ganesh Puja : লক্ষ্মীলাভের আশায় সিদ্ধিদাতার দ্বারস্থ আমবাঙালি, চাহিদা পূরণে হিমশিম কুমোরটুলি

আফগানিস্তানের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি গোটা বিশ্বের কাছে উদ্বেগজনক ৷ তালিবানি শাসন ফিরে আসায় সেখানকার মানুষের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জন্য মন খারাপ বাগুইআটির এই পুজো উদ্যোক্তাদের । আর তাই এবারের পুজোয় আফগান গায়কদের দিয়ে থিম সং তৈরি করছে এই ক্লাব । কোনও সন্দেহ নেই দুর্গোৎসবের আনন্দ দিয়ে আফগানদের দুঃখ ভোলাতে চান উদ্যোক্তারা

পুজোয় আফগান ছোঁয়াই শুধু বন্ধুমহল ক্লাবের প্রধান চমক নয় । মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই এবার চমক অপেক্ষা করছে । মাসখানেক আগেই পুজোর ঘণ্টা বাজিয়ে হইচই ফেলে দিয়েছিল বন্ধুমহল ক্লাব । করোনা নিয়ে সচেতনতার প্রচারে এবার তাদের দুর্গা প্রতিমার মুখেও মাস্ক থাকছে ৷ কিন্তু তা কাপড়ের নয়, সোনার । এবারের পুজোয় ঠাকুরের অন্যতম আকর্ষণও এই মাস্কই ।

আরও পড়ুন : Durga Puja : উৎসবের আবহে ভাতা চাইছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা, সায় বিজেপি-র

প্রয়াত থিম শিল্পী অরুণ পালকে শ্রদ্ধা জানাতে বন্ধুমহল ক্লাবের এবারের থিম ‘অরুণ’ । পাশাপাশি এটি মহামারির অন্ধকারের কালো মেঘ কেটে নতুন সূর্যোদয়ের বার্তাও দেবে । কোভিড পরবর্তী জটিলতায় মৃত্যু হয় অরুণ পালের । তাই তাঁর সহকর্মী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় এই থিম । পুজোর পাশাপাশি আশেপাশের মানুষের মধ্যে করোনা সচেতনাতা বাড়ানোরও চেষ্টা চালানো হচ্ছে । তাই মায়ের হাতে অস্ত্রও বদলে গিয়েছে । সার্জিক্যাল মাস্ক, থার্মোমিটার, অক্সিমিটার, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো অস্ত্র হাতে তুলে নিয়েছেন দুর্গা । করোনা-অসুর বধ করাই এখন তাঁর মূল লক্ষ্য ।

বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে বেশ ছিমছাম করেই পুজোর আয়োজন করা হচ্ছে । 'শুভ ধাতু' হিসেবে সোনার ব্যবহার করা হয়েছে মাস্কে । ইতিমধ্যেই ক্লাবের পক্ষ থেকে এলাকায় অক্সিজেন পার্লার, সেফ হোম খোলা হয়েছে । সেসব খরচ সামলেই পুজোর আয়োজন করা হচ্ছে । এলাকার মানুষদের করোনা চিকিৎসায় হাত বাড়ানো তাঁদের মূল উদ্দেশ্য । তার সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা আফগান শিল্পীদের গান আর তাঁদের বেলি ডান্স ।

আরও পড়ুন : Bankura : বাঁকুড়ার হরিহরগঞ্জের ‘রাজা’রা এখন বিপিএল তালিকাভুক্ত !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.