ETV Bharat / city

তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

author img

By

Published : Jul 3, 2021, 5:05 PM IST

trinamool-congress-delegation-will-meet-president-ramnath-kovind-on-monday-to-remove-tushar-mehta
তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

নারদ মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী ৷ তিনি কীভাবে ওই মামলার সরকারি আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করলেন ? এই প্রশ্ন তুলে তুষার মেহতার অপসারণ দাবি করেছে তৃণমূল ৷ এই নিয়ে সোমবার তাঁরা দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে ৷

কলকাতা, 3 জুলাই : ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে (Tushar Mehta) সরানোর দাবিতে অনড় তৃণমূল কংগ্রেস ৷ এর আগে তারা এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছেন ৷ এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) দ্বারস্থ হচ্ছে তৃণমূল ৷ শনিবার এই কথা জানালেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায় ৷

এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি জানান যে, সোমবার সময় দিয়েছেন রাষ্ট্রপতি (President of India) ৷ ওইদিন দুপুর আড়াইটে নাগাদ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সলিসিটার জেনারেলকে (Solicitor General) সরানোর দাবি তুলবে ৷

আরও পড়ুন : সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের

প্রসঙ্গত, সলিসিটার জেনারেলকে সরানোর দাবি ওঠে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ৷ কারণ, ওইদিন বিকেলে তুষার মেহতার সরকারি বাসভবনে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি নারদ মামলায় অভিযুক্ত ৷ আর তুষার মেহতা এই মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী ৷ সেই কারণে কেন এই দু’জনের সাক্ষাৎ হল, সেই প্রশ্ন তুলে তৃণমূল তুষার মেহতার অপসারণ দাবি করে ৷

যদিও তুষার মেহতা জানিয়েছেন যে তাঁর বাসভবনে শুভেন্দু অধিকারী এসেছিলেন ৷ কিন্তু তিনি শুভেন্দুর সঙ্গে দেখা করেননি ৷ শুভেন্দুও একই কথা জানিয়েছেন ৷ কিন্তু শুভেন্দু যেহেতু সেখানে 30 মিনিট ছিলেন ৷ তাই তাঁদের মধ্যে কোনও কথা হয়নি এটা মানতে চাইছে না তৃণমূল ৷ সেই কারণে ওই সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এবার এই ইস্যুতে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল ৷

আরও পড়ুন : তুষার মেহতার বাড়িতে শুভেন্দুর উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি অভিষেকের

এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendusekhar roy) একাধিক ইস্যুতে বিজেপির সমালোচনা করেছেন ৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন ৷ তাঁর দাবি, জ্বালানি তেলের বর্ধিত মূল্য জনকল্যাণে কাজে খরচ করার কথা বলে কেন্দ্র ৷ কোথায় কোথায় এই জনকল্যাণ হয়েছে, তা নিয়ে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা উচিত ৷

একই সঙ্গে তিনি গতকাল, শুক্রবার বিধানসভায় গোলমালের বিষয়েও মুখ খুলেছেন ৷ তাঁর দাবি, সংসদে রাষ্ট্রপতির ভাষণ সব দল শোনে ৷ শোনা মানেই সব মেনে নেওয়া তা নয় ৷ পরে আলোচনার সুযোগ থাকে ৷ সেখনে নিজেদের মতামত প্রকাশ করা যায় ৷ এই নিয়ে বিজেপির বিধায়কদের প্রতি তাঁর কটাক্ষ, এই প্রথা যাঁরা মানেন না, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না ৷

আরও পড়ুন : Suvendu Tushar Meet: বৈঠক হয়নি, দাবি শুভেন্দুর ; তুষার মেহতার অপসারণ চেয়ে মোদিকে চিঠি তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.