ETV Bharat / city

TMCP : ত্রিপুরা-সহ ভিনরাজ্যেও এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন

author img

By

Published : Aug 26, 2021, 5:08 PM IST

এর আগে 21 জুলাইয়ের শহিদ দিবস পালিত হয়েছে বিভিন্ন রাজ্যে ৷ গত 16 অগস্ট তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে খেলা হবে দিবস পালন করা হয়েছে ৷

tmcp-foundation-day-will-observe-other-states-including-tripura
TMCP : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবার পালিত হবে ত্রিপুরা-সহ অন্য রাজ্যে

কলকাতা, 26 অগস্ট : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বিজেপিকে (BJP) পর্যুদস্ত করার পর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এখন সারা দেশে সংগঠন বিস্তারের পরিকল্পনা নিয়েছে ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই আগামী শনিবার, 28 জুলাই বাংলার বাইরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস পালনের পরিকল্পনা করেছে রাজ্যের শাসকদল ৷

বঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখোমুখি লড়াই হয়েছিল ৷ সেই লড়াইয়ে জিতে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ৷ তাই মোদির বিকল্প হিসেবে জাতীয়স্তরে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই কারণেই জাতীয়স্তরে সংগঠন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

আরও পড়ুন : Mamata Banerjee : তফশিলিদের উন্নয়নের আর কিছু বাকি নেই, বৈঠকে বললেন মমতা

তার পর 21 জুলাইয়ের শহিদ দিবস পালিত হয়েছে বিভিন্ন রাজ্যে ৷ তৃণমূল নেত্রীর বক্তৃতা ভার্চুয়ালি নয়াদিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যে দেখানো হয়েছে ৷ গত 16 অগস্ট তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে খেলা হবে দিবস পালন করা হয়েছে ৷ তার পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হতে চলেছে দেশজুড়ে ৷

করোনা পরিস্থিতির জেরে গত বছরও তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়াল মাধ্যমে পালিত হয়েছিল ৷ এবারও তাই হবে ৷ কালীঘাট থেকে ভার্চুয়াল এই অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এবং ছাত্র-যুবদের জন্য বর্তমান সময়ে কী করণীয় সে বিষয়েও প্রয়োজনীয় বার্তা দেবেন তিনি ।

আরও পড়ুন : National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

তৃণমূলের একটি সূত্রের খবর, ত্রিপুরার জন্যও আলাদা বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই ত্রিপুরাতে (Tripura) এই কর্মসূচি পালনে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে ৷ সেখানে প্রতিটি কলেজের সামনে ছোটখাটো অনুষ্ঠান হবে । তাছাড়া উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাতের (Gujarat) মতো রাজ্যগুলিতেও এবার পালিত হবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস । কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে ত্রিপুরার উপর ৷

কিন্তু প্রশ্ন উঠছে, এই নিয়ে ওই রাজ্যে আবার কোনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে না তো ? কারণ, সাম্প্রতিক কালে সেখানে গিয়ে বেশ কয়েক জন তৃণমূল নেতা আক্রান্ত হয়েছেন ৷ তাই 28 অগস্ট কী হয়, সেই দিকেই তাকিয়ে সব মহল ৷ যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে ওই রাজ্যের তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সাধারণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসুক টাকা, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে চান মমতা

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লালসিং বলেন, ‘‘আমরা সব ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি । দল আমাদের এক্ষেত্রে যে দায়িত্ব দেবে, তা আমরা পালন করব । আমরা এখন থেকেই একটা বার্তা রাজ্য সরকারকে দিতে চাই, আর যাই হোক কেস দিয়ে, দলীয় কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে এরাজ্যে আটকে রাখা যাবে না । যত আক্রমণ হবে, তৃণমূল তত তাঁদের ক্ষমতা বৃদ্ধি করবে ।’’

28 অগস্ট ত্রিপুরার রাজধানী আগরতলায় (Agartala) একটি মিছিলও হওয়ার কথা রয়েছে । কলকাতা থেকে ইতিমধ্যেই দলের ছাত্র সংগঠনের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে । তাঁদের নেতৃত্বেই অনুষ্ঠান হবে বলে খবর । প্রজেক্টারে শোনানো হবে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাষণ । উত্তরপ্রদেশ, গুজরাতের ক্ষেত্রেও একই পরিকল্পনা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Ajanta-CPIM : শূন্য থেকে মহাশূন্যের পথে সিপিএম, অজন্তার পাশে দাঁড়িয়ে টুইট কুণালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.