BJP's Alleged Audio Leak: 1 লাখ ফেললে পৌরভোটে বিজেপির টিকিট ! ভাইরাল অডিয়ো ক্লিপিং নিয়ে ময়দানে তৃণমূল

author img

By

Published : Nov 14, 2021, 4:16 PM IST

Updated : Nov 14, 2021, 4:28 PM IST

tmc-releases-audio-recording-claiming-bjp-taking-1-lakh-per-candidate-in-upcoming-municipal-election

দু’জনের কথোপকথন শুনলে বোঝা যায়, পৌরভোটে দক্ষিণ কলকাতার ওয়ার্ড নিয়ে দরাদরি চলছে ৷ ফোনের ওপারের ওই ব্যক্তি নিজেকে সুকান্তের ঘনিষ্ঠ বলে দাবি করছেন ৷ এমনকি শুভেন্দু অধিকারীর বাড়িতে যাতায়াত রয়েছে বলেও দাবি করেন ৷

কলকাতা, 14 নভেম্বর: টাকার বিনিময়ে ভোটের টিকিট বিলির অভিযোগে বিদ্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । বিধানসভা এবং উপনির্বাচনের পর রাজ্যে যখন পৌরভোটের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে হাজির হল তৃণমূল । একটি অডিয়ো ক্লিপিং প্রকাশ করেছে তারা । তাতে সুকান্ত-ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ভোটের টিকিট নিয়ে দরাদরি করতে শোনা গিয়েছে এক জনকে । 1 লাখ টাকায় টিকিট দিতে সুকান্ত আদৌ রাজি হবেন কি না, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন ওই ব্যক্তি ।

ওই অডিয়ো ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । তবে তৃণমূলের ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োর আকারে সেটি পোস্ট করা হয়েছে । তাতে দেখা গিয়েছে, একটি ফোন থেকে বিজেপির প্রীতম রক্তিম নামের কাউকে হোয়াটসঅ্যাপ কল করেছে । ফোনের ডিসপ্লেতে তাঁর ছবিও ফুটে উঠছে । ফোনের এ পারে যিনি রয়েছেন, শুধু তাঁর গলা শোনা যাচ্ছে । আর ফোনের উপর ক্যামেরা ধরে রেখে ভিডিয়ো রেকর্ড হয়ে চলেছে, যাতে ডিসপ্লেতে প্রীতমের ছবি দেখা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে দু’পক্ষের কথোপকথন ৷

দু’জনের কথোপকথন শুনলে বোঝা যায় পৌরভোটে দক্ষিণ কলকাতার ওয়ার্ড নিয়ে দরাদরি চলছে ৷ ফোনের ওপারের ওই ব্যক্তি নিজেকে সুকান্তের ঘনিষ্ঠ বলে দাবি করছেন ৷ এমনকি শুভেন্দু অধিকারীর বাড়িতে যাতায়াত রয়েছে বলেও দাবি করেন ৷ সওয়া 9টা নাগাদ সুকান্তের সঙ্গে বৈঠক রয়েছে বলে জানান ৷ তাতে টিকিটপ্রার্থী ব্যক্তি জানতে চান, তাঁকে নিয়ে মোট 12 জন টিকিট পেতে আগ্রহী ৷ কোনও ভাবে তা সম্ভব কি না ৷ হলে প্রার্থী পিছু কত টাকা দিতে হবে ৷ জবাবে প্রীতম জানান, প্রার্থী পিছু 1 লক্ষ টাকা লাগবে ৷ তার কমে হবে কি না জানতে চান টিকিটপ্রার্থী ৷ কিন্তু প্রীতম জানান, তাঁর কোনও অসুবিধা নেই ৷ কিন্তু সুকান্ত হয়তো এত কম টাকায় রাজি হবেন না ৷ তাঁকে রাজি করাতে হবে ৷

আরও পড়ুন: Subrata Mukherjee : সুব্রত স্মরণে মন ভার একডালিয়া এভারগ্রিনের

শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গেও তাঁদের ‘সেটিং’ রয়েছে বলে দাবি করেন প্রীতম নামের ওই ব্যক্তি ৷ জয়ী হতে পারেন এমন কোনও ভাল ওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চান টিকিটপ্রার্থী ব্যক্তি ৷ প্রীতমের উত্তর আসে, ‘‘হতে পারে নয়, হবেই ৷ তৃণমূলের সঙ্গে সেটিং করে যত রকম ভাবে জেতানো যায়, সব রকম চেষ্টা করা হবে ৷ ওদের দলে অন্তর্দ্বন্দ্ব রয়েছে ৷ সেগুলোর লাভ তুলতে হবে ৷’’

এই অডিয়ো ক্লিপিংকে হাতিয়ার করেই সরাসরি সুকান্তকে নিশানা করেছে তৃণমূল ৷ দলের টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘প্রার্থী পিছু 1 লক্ষ টাকা দাবি করছে বঙ্গ বিজেপি ৷ সুকান্ত মজুমদার অপপ্রচার চালিয়ে যেতে এ ভাবে টাকা তোলেন আপনি ? স্তম্ভিত ৷’ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় লেখেন, ‘ভরসাযোগ্য মুখ না পেয়ে প্রার্থী পিছু 1 লক্ষ টাকা হাতিয়ে বাংলায় গণতন্ত্র বিক্রিতে নেমেছে বঙ্গ বিজেপি ৷ বাংলা আগেই ওদের প্রত্যাখ্যান করেছে ৷ তাতেও লজ্জা নেই ৷ আগামী দিনেও বারবার প্রত্যাখ্যাত হবে ৷’

এ নিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে, ফোনে ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘আমি কোনও কথা কথাই বলব না । আমি এ ব্যাপারে কিছুই জানি না । যা জানি না, তা নিয়ে কোনও মন্তব্য করব না ।’’

আরও পড়ুন: In-laws abuse : কালো বউকে লোহার রড দিয়ে পেটানো হল শ্বশুরবাড়িতে

প্রীতম নামের ওই ব্যক্তি আসলে কে, তৃণমূলের সঙ্গেই বা কীসের সেটিং তাঁর, তা স্পষ্ট ভাবে বোঝা যায়নি ক্লিপিংয়ে । বিজেপির রাজ্য নেতা-কর্মীরাও আগ বাড়িয়ে এনিয়ে কোনও মন্তব্য করেননি । তবে কলকাতা এবং হাওড়া পৌরসভা ভোটের প্রস্তুতি যখন চরমে, ঠিক সেই সময় এই ক্লিপিং ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে একই ভাবে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিয়ো রেকর্ডিং সামনে এনেছিল বিজেপি । তাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রলয় পালের কাছে ভোট করিয়ে দেওয়ার সাহায্য চাইতে শোনা গিয়েছিল । যদিও মমতা অভিযোগ অস্বীকার করেননি । বরং কারও কাছে সাহায্য চাওয়া কোনও অপরাধ নয় বলে সাফ জানিয়েছিলেন ।

Last Updated :Nov 14, 2021, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.