ETV Bharat / city

Bengal Civic Poll 2022 : পৌরভোটে ভাটপাড়া-সহ ব্যারাকপুরের শান্তিরক্ষায় তৎপর লালবাজার

author img

By

Published : Feb 19, 2022, 8:40 PM IST

Bengal Civic Poll 2022
ভাটপাড়া সহ ব্যারাকপুরের আইনশৃঙ্খলার উপর নজর রাখছে লালবাজার

আগামী 27 ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচন । নির্বাচনের আগে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিত এড়াতে ভাটপাড়া সহ ব্যারাকপুরের আইনশৃঙ্খলার উপর নজর রাখছে লালবাজার (Bengal Civic Poll 2022 ) ।

কলকাতা, 19 ফেব্রুয়ারি: চলতি মাসের 27 তারিখ ভাটপাড়া সহ ব্যারাকপুরে নির্বাচন । এই পৌরনির্বাচনে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য বদ্ধপরিকর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে ভাটপাড়ায় বহিরাগতদের আনাগোনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ব্যাপারে যথার্থ ব্যবস্থা নিতে বলেন । সেইমতো আজ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক হয় (Bengal Civic Poll 2022) ।

সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বৈঠকে প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । এই বৈঠকে ঠিক হয়, বহিরাগত এবং বাইরে থেকে যারা আসছে তাদের উপর নজরদারি চালানোর ব্যবস্থা করবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, গোয়েন্দা বিভাগ ও সিআইডি-র আধিকারিকরা সাদা পোশাকে মাঝেমধ্যেই ব্যারাকপুর সহ ভাটপাড়া বিভিন্ন অঞ্চলে টহল দিচ্ছেন । তাছাড়াও গোপন সূত্রে তারা খবর রাখছেন, নির্বাচনের আগে বাইরে থেকে কেউ এসে কোনও সমস্যা না তৈরি করে (State Government Direct To Barrackpure Police )।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে জানান, কিছু লোক ভাটপাড়ায় বহিরাগত দিয়ে গোলমাল করানোর চেষ্টা করছে, কাজেই নজরদারি ব্যবস্থা আরও বাড়াতে হবে । এই বিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, স্পেশাল টাস্কফোর্স এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সাহায্য নিতে বলেছিলেন ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি

ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দারা চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন । কারণ ভাটপাড়ার একটি অংশ শুধুমাত্র ফেরি সার্ভিস এর উপর নির্ভর করে এবং ফেরি পারাপার করে উত্তর 24 পরগনা থেকে সহজেই হুগলি জেলায় পৌঁছে যাওয়া যায় । এই এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ । এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে । ফলে পৌরনির্বাচনের দিন ভাটপাড়া সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলে যাতে অশান্তি না হয় তার জন্য এবং আইন-শৃঙ্খলা যাতে ঠিকঠাক রাখতে ব্যারাকপুর পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সিআইডির গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.