ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি

author img

By

Published : Feb 16, 2022, 7:45 AM IST

সম্পন্ন হয়েছে চার পৌরনিগমের নির্বাচন ৷ প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা হলেও তার সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয় রাজ্য নির্বাচন কমিশনের উপর ৷ বাকি 108টি পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে মামলা করা হয় (Bengal Municipal Election case in High Court) ৷ এক্ষেত্রেও কী নির্বাচন কমিশনের উপরই সিদ্ধান্ত জানানোর কথা বলবে হাইকোর্ট ? শুনানি আজ ৷

Bengal Municipal Election Case in High Court
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি রয়েছে 108টি পৌরসভার ভোট ৷ আর তাতেই ফের কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে মামলা করেন মৌসুমী রায় ও বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ সেই মামলার শুনানি (WB Civic Polls Issue in High Court) ৷


মামলায় যা আর্জি জানানো হয়েছে -

1. প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে বাকি 108 পৌরসভার ভোটে একজন নিরপেক্ষ পরিদর্শক নিযুক্ত করুক ৷

2. ভোটে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখার নির্দেশ দেওয়া হোক ৷

3. 27 ফেব্রুয়ারি ভোটের দিন সকাল সাতটা থেকে ফলাফল বেরনোর দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হোক ৷

4. সমস্ত বুথে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা ও 4 পৌরনিগমে যে ভোট হয়েছে তা বাতিল করার নির্দেশ দেওয়া হোক ৷

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি রয়েছে ৷

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে পৌরভোট । ইতিমধ্যেই কলকাতা ,বিধাননগর, শিলিগুড়ি ,চন্দননগর ও আসানসোল পৌরনিগমের ভোট সম্পন্ন হয়েছে । বিরোধী দলগুলি প্রথম থেকেই রাজ্যের সব পৌরসভার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে এসেছে । পাশাপাশি পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিও জানিয়েছে তারা (Central Forces Demand in 108 Municipal Elections)। যদিও এখনও পর্যন্ত আদালত কেন্দ্রীয় বাহিনীর দাবি নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে ৷ প্রথমে কলকাতা পৌরনিগম নির্বাচনের পর 4 পৌরনিগমের ভোটেও তাই দেখা গিয়েছে । আপাতত আসন্ন 108টি পৌরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে আদালত স্বীকৃতি দেয় কিনা তা আজ নির্ধারণ করা হবে ।

আরও পড়ুন : Bengal Civic poll : আসন্ন পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি, নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.