ETV Bharat / city

Scrub Typhus: কলকাতায় ফিরল স্ক্রাব টাইফাস আতঙ্ক, আক্রান্ত 10 শিশু

author img

By

Published : Jul 6, 2022, 10:09 PM IST

ten people infected in Scrub Typhus admitted in Kolkata hospitals
Scrub Typhus

স্ক্রাব টাইফাস(Scrub Typhus)আক্রান্ত হয়ে পার্ক সার্কাস সংলগ্ন এলাকার হাসপাতালে ভর্তি প্রায় 10 জন শিশু । 44টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)।

কলকাতা, 6 জুলাই: স্ক্রাব টাইফাস(Scrub Typhus) আতঙ্ক এবার কলকাতায় । মুর্শিদাবাদ ও শিলিগুড়িতে ইতিমধ্যে বেশ কিছুজন স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়েছিল ৷ 2021 এর পর ফের কলকাতায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হল একাধিক শিশু ৷

সূত্রের খবর ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কিছু শিশুকে । পার্ক সার্কাস সংলগ্ন এলাকার হাসপাতালে ভর্তি প্রায় 10 জন শিশু । এছাড়াও বেশ কিছু হাসপাতালে ভর্তি রয়েছেন এই রোগে আক্রান্ত ব্যক্তিরা । স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক আছে স্বাস্থ্য দফতর । বাড়তি আইজিএম কিট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । 44টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ।

মূলত জ্বর, সর্দি, কাশি ও পেটের সমস্যার পাশাপাশি পোকা কামড়ানোর কিছু দাগ দেখা দিলেই সতর্ক হতে বলছেন চিকিৎসকরা । ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া । প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব । রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস বলে জানা গিয়েছে (Ten people infected in Scrub Typhus admitted in Kolkata hospitals)।

আরও পড়ুন: আতঙ্কের নাম 'অ্যাসিড ফ্লাই', আফ্রিকাজাত পতঙ্গের হানায় ত্রস্ত উত্তরবঙ্গ

একদিকে স্ক্রাব টাইফাস ও অন্যদিকে অচেনা পতঙ্গের আতঙ্কে ত্রস্ত উত্তরবঙ্গ ৷ শিলিগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গে নয়া আতঙ্কের নাম 'নাইরোবি ফ্লাই' বা 'অ্যাসিড ফ্লাই'। বিগত তিন-চার দিনে শিলিগুড়ি শহরে একাধিক মানুষ অ্যাসিড ফ্লাই'য়ের আক্রমণে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ আফ্রিকাজাত এই পতঙ্গের শরীর থেকে নির্গত একপ্রকার নির্যাস মানুষের শরীরের সংস্পর্শে আসলেই সেখানে ক্ষতের সৃষ্টি হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গের শহরগুলিতে (Acid Fly fear in North Bengal) ৷ যদিও আতঙ্কের কিছু নেই জানিয়ে আশ্বস্ত করছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.