Durga Puja : সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে টালা প্রত্যয়ের দুর্গাপুজো

author img

By

Published : Oct 1, 2021, 3:44 PM IST

Tala Pratya Sorbojonin will Telecast Durga Puja on OTT Platform

উত্তর কলকাতা টালা প্রত্যয়ের পুজো এবার অনলাইনে ৷ করোনা সংক্রমণ রুখতে অনলাইনে পুজোর সরাসরি সম্প্রচার করবেন উদ্যোক্তারা ৷ এর জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করেছে টালা প্রত্যয় সর্বজনীন ৷ তাই পুজোর থিম এবং প্রতিমা তৈরি হচ্ছে সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে ৷

কলকাতা, 1 অক্টোবর : সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সরণির টালা প্রত্যয়ের দুর্গোৎসব উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে একটা ৷ আর এই পুজোয় দর্শনার্থীজের ভিড় প্রত্যেকবারই থাকে চোখে পড়ার মতো ৷ কিন্তু, করোনার আবহে গতবারের মতো এবারেও দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ তাই মণ্ডপে গিয়ে নয় ৷ অনলাইনে ভিড় টানতে উদ্যোগী হল টালা প্রত্যয় ৷ আর তাই একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এ নিয়ে চুক্তিও করতে চলেছে টালা প্রত্যয় সর্বজনীন ৷ অনলাইনে পুজোর সম্প্রচার গতবার থেকেই কলকাতার বড় বড় পুজো কর্তৃপক্ষ করে ফেলেছে ৷ কিন্তু, সেখানে প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই অভিনব ভাবনা উদ্যোক্তাদের ৷

96 বছরের এই টালা প্রত্যয় সর্বজনীনের পুজো উত্তর কলকাতার পাইকপাড়া অঞ্চলের অন্যতম বড় পুজো ৷ গত কয়েক বছরে সময়ের সঙ্গে আমূল পরিবর্তন এসেছে পুজোর ভাবনায় ৷ সাবেকিয়ানা থেকে সরে গিয়ে থিম পুজো শুরু করেছেন উদ্যোক্তারা ৷ সেখানে জায়গা করে নিয়েছে ভাবনা ও শিল্পের যুগলবন্দী ৷ উত্তর কলকাতার পুজোর তালিকায় টালা প্রত্যয় নিজের আলাদা পরিচয় তৈরি করেছে ৷ গতবার এই পুজোর থিম ছিল ‘কল্পলোক’ ৷ আর এবারের পুজোর থিম ‘নির্বাধ’ ৷ অর্থাৎ, সব বাধার উর্ধ্বে ৷ এই ভাবনা মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরি করছেন শিল্পী সুশান্ত পাল ৷

আরও পড়ুন : Calcutta High Court : এবারও জারি বিধিনিষেধ, দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের

পুজোর থিম ঘোষণা করলেও, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি পুজো উদ্যোক্তারা ৷ 6 অক্টোবর মহালয়ার দিন পুজোর থিম এবং প্রতিমা প্রকাশ্যে আনা হবে ৷ তার উপর করোনা পরিস্থিতিতে পুজোর আয়োজন ৷ তাই থাকছে বাড়তি সতর্কতা ৷ পুরো মণ্ডপ চত্বর ঘিরে ফেলা হয়েছে টিন দিয়ে ৷ উঁকি দিয়ে ভিতরে দেখার তাই জো নেই৷ এমনকি শিল্পীদের ঢোকা বের হওয়ার রাস্তায় রয়েছে নিরাপত্তারক্ষী ৷ ফলে বাইরের কারও প্রবেশ করা অসম্ভব ৷ পাশাপাশি গতবারের মতো এবারেও মণ্ডপে দর্শকরা ভিড় করতে পারবেন না ৷ আজ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তাতে সিলমোহর পড়ে গেল ৷

সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে টালা প্রত্যয়ের দুর্গা পুজো

আরও পড়ুন : Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

তাই দর্শনার্থীদের টালা প্রত্যয়ের পুজো দেখাতে অনলাইনে পুজোর সরাসরি সম্প্রচার করবে টালা প্রত্যয় ৷ এর জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করেছেন উদ্যোক্তারা ৷ এ নিয়ে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ আর তাই টালা প্রত্যয় সর্বজনীন তাদের প্রস্তুতির ছবি দিতে লক্ষণরেখা টেনেছে ৷ টালা প্রত্যয়ের সহ-সম্পাদক মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘‘একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি আমরা ৷ বিধি নিষেধের ঘেরাটোপে থাকতে থাকতে আমাদের দমবন্ধ অবস্থা ৷ এই পরিস্থিতির মধ্যে থেকে বিজ্ঞান নির্ভর উপায় অবলম্বন করে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছি ৷ সমসাময়িক পরিস্থিতির এই ছবি আমাদের মণ্ডপ এবং প্রতিমার ভাবনায় ফুটে উঠবে ৷ যার রূপায়ণ করছেন শিল্পী সুশান্ত পাল ৷’’

আরও পড়ুন : Mankundu Durga Puja: মানকুণ্ডুর খাঁ বাড়িতে অষ্টধাতুর দেবী ‘জয়দুর্গা’ রূপে পূজিত হন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.