Suvendu Sends Letter to PM Modi : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

author img

By

Published : May 14, 2022, 8:14 PM IST

suvendu-write-to-pm-modi-to-verify-before-disbursing-housing-project-fund-to-bengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ চিঠিতে তাঁর অনুরোধ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) দাবি মতো বাংলাকে 100 দিনের প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার আগে সব দিক খতিয়ে দেখুক কেন্দ্র (Suvendu write to PM Modi to verify before disbursing housing project fund to Bengal) ৷

কলকাতা, 14 মে : কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না । অনতিবিলম্বে যাতে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । শনিবার মুখ্যমন্ত্রীর দাবির পালটা চিঠি প্রধানমন্ত্রীকে পাঠালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তিনি প্রধানমন্ত্রীকে তিন পাতার চিঠি পাঠালেন । রাজ্য সরকার যাতে সবরকম স্বচ্ছতা বজায় রাখে ও যাবতীয় প্রটোকল মেনে চলে, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের চিঠিতে অনুরোধ করেছেন তিনি (Suvendu write to PM Modi to verify before disbursing housing project fund to Bengal) ।

suvendu write to pm modi to verify before disbursing housing project fund to bengal
প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেন্দুর চিঠি

প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে শুভেন্দুর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পকে (Pradhan Mantri Awas Yojana) বাংলা আবাস যোজনা বলে রাজ্য সরকার নিজেদের নামে চালাচ্ছে । চিঠিতে শুভেন্দু নালিশ করেছেন, এহেন কাজ শুধু যে নীতিবিরুদ্ধ তাই নয়, যে কৃতিত্বের দাবিদার রাজ্য নয়, তার দাবিও করা হচ্ছে । মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 32 লাখ পাকা বাড়ি তৈরি হয়েছে । অথচ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এত বিশাল অঙ্কের ফান্ড দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের জন্য একটিও প্রশংসাসূচক শব্দ ব্যয় করতে দেখা যায়নি । আর ভালো পারফরম্যান্সের দাবি করছেন মুখ্যমন্ত্রী ।

suvendu write to pm modi to verify before disbursing housing project fund to bengal
প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেন্দুর চিঠি

শুভেন্দুর অভিযোগ, রাজ্যে এতগুলি বাড়ি তৈরি হওয়ার কৃতিত্ব সম্পূর্ণ একাই নিচ্ছে সরকার, কেন্দ্রীয় সরকারের একবিন্দু প্রশংসাও নেই। আর তা নিয়ে তাঁর আক্ষেপও নেই । এসব জানিয়েই প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আবেদন, 100 দিনের টাকার অনুমোদন দেওয়া কিংবা আবাস যোজনায় অর্থ বরাদ্দ করার আগে নিয়মনীতি নেমে সব খতিয়ে দেখে নিক কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক ।

এর পাশাপাশি 100 দিনের কাজ নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক রাশ অভিযোগ তাঁর । প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছেন, 100 দিনের কাজ আসলে তৃণমূলের ছোট ও মাঝারিস্তরের নেতা-কর্মীদের অবৈধ আয়ের উৎস হয়ে গিয়েছে । শ্রমিকদের পরিবর্তে যন্ত্র ব্যবহার করা হয়, যাতে কম সময়ে কম খরচে কাজ শেষ করা যায় । যাঁদের জন্য এই প্রকল্প, যাঁরা প্রকৃত জব কার্ড হোল্ডার, তাঁদের কোনও সুবিধা হয় না বলে অভিযোগ শুভেন্দুর । তাঁর বক্তব্য, ভুয়ো জব কার্ড হোল্ডারদের কাছে 100 দিনের কাজের টাকা চলে যায় । তার উপর শুধু কাজের নাম বদলে একই কাজ একাধিক বার দেখানো হয় ।

suvendu write to pm modi to verify before disbursing housing project fund to bengal
প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেন্দুর চিঠি

তাঁর এই দাবি নিয়ে পালটা তোপ দেগেছে তৃণমূলও । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) পালটা খোঁচা, ‘‘এটা বাংলা-বিরোধী পদক্ষেপ । রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে ।’’

আরও পড়ুন : Mamata Writes to Modi : 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার প্রাপ্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.