ETV Bharat / city

Suvendu Adhikari on Mamata : 'অখিলেশের ফুটো নৌকা, ইস বার যোগী বাবা তিনশো পার', মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Feb 8, 2022, 7:34 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সমর্থনে উত্তর প্রদেশ গিয়েছেন ৷ কিন্তু তিনি কিছু করতে পারবেন না, বিজেপি জিতবে যোগী রাজ্যে, জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mamata in Uttar Pradesh) ৷ তিনি বলেন, "যেদিন আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় পার্টি হবে ৷"

Suvendu Adhikari on Mamata trip to Uttar Pradesh
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

কলকাতা, 8 ফেব্রুয়ারি : "ইস বার যোগী বাবা তিনশো পার", মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ শুভেন্দুর । সোমবার সল্টলেকের 37 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।

বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি-প্রধান অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই সফর নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করা, উলবেড়িয়ায় সরস্বতী পুজো বন্ধ করা এবং নন্দীগ্রামে নিজে যে বৈতরণী উতরাতে পারেনি, সে অখিলেশের ফুটো নৌকোকে পার করাতে পারবে না ৷"

2024 লোকসভা নির্বাচনে পঞ্জাবে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, "আমি তৃণমূলের হয়ে অসমের, ওডিশার অবজার্ভার ছিলাম ৷ এই পার্টিটা রাজ্যের বাইরে নোটার থেকেও কম ভোট পায় ।" তাঁর ভবিষ্য়দ্বাণী ত্রিপুরা সাফ হয়েছে, গোয়াও সাফ হবে ৷ নোটার থেকে কম ভোট পাবে ৷ তিনি বলেন, "যেদিন আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট লাগবে, সেদিন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় পার্টি হবে ৷"

আরও পড়ুন : UP Assembly Elections 2022 : "অখিলেশ জিতুক, বিজেপি হারুক", সপাকে সমর্থন দিতে লখনউয়ে মমতা

উত্তরপ্রদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বিজেপি যাতে হেরে যায়, সেই কারণে তিনি উত্তরপ্রদেশে এসেছেন ৷ শুভেন্দুর কটাক্ষ, এই জন্যেই বিজেপি বেশি করে জিতবে ৷ এখানে তিনি হিন্দু প্রসঙ্গ টেনে এনে জানান, উত্তরপ্রদেশের হিন্দুরা ভেজাল হিন্দু নয় ৷ তারা কাশী, মথুরা, বৃন্দাবন, অযোধ্যার হিন্দু ৷ রামচন্দ্র, কৃষ্ণের জন্মভূমি, কাশীধাম আছে, গোরখপুর আছে ৷ এটা গঙ্গামায়ের রাজ্য ৷ তিনি গেয়ে ওঠেন, "জো রাম কো লায়ি হে, উয়ো উসকো লায়েঙ্গি ৷"

আজ বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত বিজেপি নেতা শিলিগুড়িতে পৌরভোটের প্রচারে থাকবেন ৷ এরপর 9 ফেব্রুয়ারি বিকেলে কেষ্টপুরে সভা করবেন তিনি ৷ 27 ফেব্রুয়ারি পৌরভোটে বিজেপি প্রার্থী পদ ঘোষণায় তিনি নাক গলাননি ৷ পার্টির প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে, জানালেন বিরোধী দলনেতা ৷ বিজেপির প্রার্থী হওয়ার জন্য প্রচুর লোকজন উৎসাহী ছিলেন ।

যাঁরাই প্রার্থী হবেন, তাঁরা সিম্বলের পক্ষে লড়বে ৷ কারণ বিজেপির টিকিটা কংগ্রেসের মতো জনপথে গান্ধি পরিবারে কাছে বাঁধা নেই ৷ সিপিএমের চিনের কাছে আর তৃণমূলের কালীঘাটে টিকি বাঁধা রয়েছে । বিজেপির টিকিটা বাধা আছে ভারত মায়ের কাছে, দাবি শুভেন্দুর ।

তাঁর মতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটের জন্য রাজ্যে এখুনি আধাসামরিক বাহিনী মোতায়েন করা দরকার ৷ সিসিটিভি মনিটরিং উইথ টাইমার এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী রাখতে হবে ৷ তাহলে মানুষ সঠিক ভাবে ভোট দিতে পারবেন এবং প্রকৃত জনমতের প্রতিফলন হবে, জানালেন নন্দীগ্রামের বিধায়ক । সেই জনমত যার পক্ষে যাবে, সেটা সব রাজনৈতিক দলকে স্বীকার করে এগিয়ে যাওয়া উচিত ।

আরও পড়ুন : Modi Attacks Congress-Rahul : নেহরুকে সামনে রেখে রাহুলকে নিশানা মোদির

তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রকাশিত তালিকাও চূড়ান্ত ৷ এ নিয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও ফিরহাদ হাকিমকে তৃণমূলের কর্মচারী বলে আখ্যা দেন শুভেন্দু ৷ তাঁর মন্তব্য, "মালিক যখন বলছে, তখন কর্মচারীদের কথার উত্তর দিয়ে লাভ কী ? তৃণমূল কংগ্রেসে কেউ আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ গ্রুপ ডি, কেউ টি বয় ৷ সবাই কর্মচারী ৷" তৃণমূল কংগ্রেসের আসল মালিক "প্রোপাইটার্স নেম ইজ মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং ডায়রেক্টর্স নেম ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷"

গতকাল লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের অন্তর্নিহিত আত্মার কথা ৷ সেই জন্য 2014 তিনি এসেছেন ৷ 2019-এ আরও বিপুল ভোটে জিতেছেন ৷ ভবিষ্যতেও তিনি আসবেন, জানালেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : PM Modi Criticises Congress : এত হেরেও কংগ্রেসের অহঙ্কার যায়নি, লোকসভায় তুলোধোনা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.