ETV Bharat / city

Suvendu Adhikari on BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার নিয়ে বিধানসভায় প্রস্তাব পাসের অধিকার নেই রাজ্যের, দাবি শুভেন্দুর

author img

By

Published : Nov 26, 2021, 10:59 PM IST

Suvendu Adhikari slams state Govt on BSF Jurisdiction issue
বিএসএফের এক্তিয়ার ইস্যুতে রাজ্যকে একহাত নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিএসএফের এক্তিয়ার (BSF jurisdiction in West Bengal) বৃদ্ধি নিয়ে বিধানসভায় শাসকদল প্রস্তাব পেশ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বললেন, "বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের প্রস্তাব পাসের কোনও এক্তিয়ার নেই ৷"

কলকাতা, 26 নভেম্বর : "বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের প্রস্তাব পাসের কোনও এক্তিয়ার নেই," দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on BSF jurisdiction) ৷ এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 169 ধারায় বিধানসভায় যে প্রস্তাব পেশ করেছে সেটার কোনও আইনগত দিক নেই । রাজ্য বিধানসভায় যে আলোচনা হয়েছে । সেটা নিয়ে রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই ।"

শুভেন্দু আরও বলেন, "এটা মূলত প্রচারের আলোয় আসা । গরুপাচারকারী, সোনাপাচারকারী, মানবপাচারকারী ও বর্ডারে যারা দুষ্কর্মকারী, যারা বর্ডারে 108টি গরুর হাট চালায়, সেই লোকদের আশ্বাস দেওয়া যে, আমরা বিধানসভায় বিল পাশ করিয়েছি । তোমাদের কিছু হবে না । আপনার যে বিষয়ে এক্তিয়ার নেই । সেই বিষয়ে বিল পাশ করে কোনও কাজ নেই ।"

বিএসএফের এক্তিয়ার ইস্যুতে রাজ্যকে একহাত নিলেন শুভেন্দু

শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশানিক বৈঠকে কোনও বিরোধী দলের বিধায়ক ও সাংসদদের ডাকেন না । তাই কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক তৈরি করতে গেলে আগে মুখ্যমন্ত্রীকে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের সম্মান জানাতে হবে ।

এদিন তাঁর আরও অভিযোগ, "পশ্চিম মেদিনীপুরে ডিএম ও এসপি আমার ফোন ধরে না । তাহলে পশ্চিমবঙ্গের অন্য বিরোধী বিধায়কদের কী অবস্থা সেটা বুঝতে পারছেন ?" এদিন সংবিধান দিবসের অনুষ্ঠানের বিজেপি বিধায়কদের অনুপস্থিতি প্রশ্নে শুভেন্দু বলেন, "তৃণমূল কংগ্রেস কোনও সংবিধান মানে না । তাই বড় বড় জ্ঞান দেওয়া তৃণমূলের মুখে মানায় না ।"

আরও পড়ুন : PIL on BSF Issue : বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.