ETV Bharat / city

Suvendu-Mukul-Dilip : নিশানায় মুকুল, অসুস্থ সাজানো আর রাজনীতির পতন দেখছেন শুভেন্দু-দিলীপ

author img

By

Published : Sep 1, 2021, 10:05 PM IST

শুভেন্দু-দিলীপের নিশানায় মুকুল
শুভেন্দু-দিলীপের নিশানায় মুকুল

একাধিক বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ায় ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে গেরুয়া শিবির ৷ তবে এদিন বিজেপির সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতার আক্রমণের নিশানায় এলেন মুকুল রায় (Mukul Roy) ৷ একই সুর শোনা গিয়েছে দলের রাজ্য সভাপতির গলাতেও ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : শুভেন্দু-দিলীপের নিশানায় মুকুল ৷ এক এক করে বিধায়করা শাসক শিবিরে যোগ দিচ্ছেন ৷ এমন আরও দেবেন বলে শাসকদের তরফে এক প্রকার স্পষ্ট ঘোষণাও করা হচ্ছে ৷ এমতাবস্থায় দলত্যাগ বিরোধী আইনের প্রেক্ষিতে সলতে পাকাতে শুরু করেছে গেরুয়া শিবির ৷ বিষ্ণুপুরের তন্ময় ঘোষ এবং বাগদার বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তনের পর ইতিমধ্যেই তাঁদের দলের তরফে নোটিস পাঠানো হয়ে গিয়েছে ৷ এদিন বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠকও সাড়া হয়েছে ৷ শাসকদলের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, রাজ্যে দলত্যাগ বিরোধী আইন তারা লাগু করতে দিচ্ছে না ৷ সেই অভিযোগের যুক্তি সম্পূর্ণ করতে গিয়েই রাজ্যের বিরোধী দলনেতার আক্রমণের ফলায় এসেছেন মুকুল রায় (Mukul Roy) ৷

তৃণমূল থেকে বিজেপি হয়ে গত বিধানসভা নির্বাচনের পর ফের তৃণমূলে ফেরত যাওয়া মুকুল রায়ের বিরুদ্ধে গেরুয়া শিবির দলত্যাগ বিরোধী আইনে মামলা দায়ের করেছে ৷ এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, তাঁরা সেই মামলার শুনানিতে নিয়ম মতো হাজিরও থেকেছেন ৷ আইনি যা যা পদক্ষেপ করার তা তাঁরা করবেন বলেও স্পষ্ট করেন শুভেন্দু (Suvendu Adhikari) ৷

অগস্টের শুরুতে কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রশংসা করে ফেলেন মুকুল ৷ সেদিন তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে বলে মন্তব্য করে বসেন তিনি । তৃণমূলে ফেরত যাওয়ার পর মুকুলের মুখে এমন কথায় নড়েচড়ে বসে রাজনৈতিক মহল ৷ পরে ছেলে শুভ্রাংশু 'মা চলে যাওয়ার পর বাবা নিজেকে সামলাতে পারছেন না... তাঁর শরীর খুব খারাপ যাচ্ছে...' ইত্যাদি বলে সামাল দেন ৷ সেই ঘটনার সূত্র টেনেই শুভেন্দু এদিন দাবি করেন, তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রেখে আইনি প্রক্রিয়ায় দীর্ঘায়িত করছে ৷ তবে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "তবে আমরা এর চূড়ান্ত পরিণতি দেখেই ছাড়ব ৷"

সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের সমালোচনায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

একই প্রসঙ্গে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "মণিপুর বিধানসভার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছে, তিনমাসের মধ্যে নিষ্পত্তি করে অধ্যক্ষকে জানাতে হবে সিদ্ধান্ত ৷ আমরা সেটা করব ৷ মুকুলবাবুকে অসুস্থ সাজিয়ে ঘরে বসিয়ে রাখা হয়েছে ৷ পিএসি কমিটির বৈঠকেও তাঁকে দেখা যায় না ৷ তাঁর বদলে বৈঠকগুলি করছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক তাপস রায় ৷"

একই সুরে পিএসি'র চেয়ারম্যানকে দুষলেন রাজ্য সভাপতিও ৷ বললেন, "মুকুলবাবুকে প্রথমবার জয়ী হবার স্বাদ আমরাই দিয়েছিলাম ৷ একটা পার্টিতে সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন তিনি ৷ এখানেও তেমনটাই হয়েছে ৷ তাও যদি তাঁর উপর মানুষ ভরসা করতে না পারেন তাহলে রাজনীতির পতন হয়েছে মনে করতে হবে ৷ আমি এঁদের দিকে তাকিয়ে কথা বলেছিলাম ৷ হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি ৷"

আরও পড়ুন : Tanmay Ghosh-Biswajit Das : তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায় বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.