ETV Bharat / state

Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল !

author img

By

Published : Aug 6, 2021, 4:59 PM IST

Updated : Aug 6, 2021, 5:45 PM IST

কৃষ্ণনগরে এসে বেফাঁস মন্তব্য মুকুল রায়ের ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল, জিতবে বিজেপি ! এর একটু পরেই অবশ্য নিজেকে সংশোধন করে নেন তিনি ৷

Mukul Roy's controversial comments on by election
Mukul Roy : কৃষ্ণনগরে বেফাঁস মুকুল রায়, বললেন উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল, জিতবে বিজেপি !

কৃষ্ণনগর, 6 অগস্ট : এদল-ওদল ঘুরে শেষে নিজেই কি নিজের রাজনৈতিক পরিচয় গুলিয়ে ফেললেন মুকুল রায় (Mukul Roy) ? তা না হলে এক ঘর লোকের সামনে এমন একটা কাণ্ড তিনি ঘটালেন কীভাবে ? কীভাবে বলে বসলেন, উপনির্বাচন হলে তাতে পর্যুদস্ত হবে তৃণমূল ? আর স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে বিজেপি ! শেষ দু’টো বাক্য পড়ে ‘টাইপো’ ভাবলে কিন্তু একেবারে ভুল করবেন ৷ কারণ, শুক্রবার মুকুল রায় নিজে মুখে ঠিক এই কথাই বলেছেন ! যা শুনে কার্যত খাবি খাওয়ার দশা হয় তাঁর আশপাশে থাকা তৃণমূল নেতা, কর্মীদের ৷ কিছুক্ষণ পর অবশ্য নিজেকে শুধরে নেন এই তৃণমূল নেতা ৷

আরও পড়ুন : মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

এদিন নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায় ৷ বেলডাঙার দলীয় কার্যালয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথাবার্তা সেরে চলে আসেন কৃষ্ণনগর পৌরসভায় ৷ সেখানে দলের তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয় ৷ আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি মুকুল ৷ একের পর এক প্রশ্নের মুখে রীতিমতো অসংলগ্নভাবে উত্তর দিতে শুরু করেন তিনি ৷

এক সাংবাদিক বিধানসভা ভোটের উপনির্বাচন নিয়ে তাঁর বক্তব্য জানতে চান ৷ তখনই মুকুল বলে বসেন, ‘‘আগে উপনির্বাচন হোক ৷ আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি, উপনির্বাচনে তৃণমূল পর্যুদস্ত হবে ৷ ভারতীয় জনতা পার্টি স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে !’’ তাঁর এই মন্তব্য শুনে তাজ্জব বনে যান সঙ্গে থাকা তৃণমূলের নেতা, কর্মীরা ৷ তাঁরা নানা দিক থেকে চাপা গলায়, ফিসফিস করে, কেউবা একটু জোরের সঙ্গেই মুকুলকে ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু মুকুল তাতে কর্ণপাত করেননি ৷ নিজের বক্তব্যেই কার্যত অনড়় থাকেন ৷ কিছুক্ষণ পর অবশ্য পক্ষ বদলে তৃণমূলের হয়ে সুর চড়ান মুকুল ৷

সাংবাদিকদের প্রশ্নের মুখে অসংলগ্ন মুকুল রায় !

এখানেই শেষ নয় ৷ ত্রিপুরা নিয়ে প্রশ্ন করা হলেও মুকুলের উত্তর ছিল তালগোল পাকানো ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গাড়িতে হামলা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুকুল বলেন, এমন কোনও ঘটনাই নাকি ঘটেনি ! যা হয়েছে অমন একটু-আধটু রাজনীতিতে হয় ৷ পুরোটাই আসলে কিছু লোকের ‘‘অপব্যাখ্যা’’ ! একইসঙ্গে মুকুল এও জানান, ত্রিপুরায় দলের সংগঠনের কাজে পুরোদমে যোগ দেবেন তিনি ৷ তবে তার আগে দলকে ঠিক করতে হবে, তাঁকে কী দায়িত্ব দেওয়া হবে ৷ সবশেষে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয়গান করতেও শোনা যায় মুকুলকে ৷

আরও পড়ুন : PAC Meeting : পিএসির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়, কটাক্ষ শুভেন্দুর

গোটা ঘটনায় রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান স্থানীয় তৃণমূল নেতারা ৷ তাঁদের ঠিক করা উচিত, সেটাই যেন বুঝে উঠতে পারছিলেন না তাঁরা ৷ প্রসঙ্গত, বিজেপির টিকিটে জিতে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক হয়েছেন মুকুল ৷ তারপর যোগ দিয়েছেন তৃণমূলে ৷ অন্যদিকে, পিএসি চেয়ারম্য়ান পদেও তাঁকে বসানো হয়েছে ৷ এই নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হচ্ছে ৷ তার মধ্যে মুকুলের এদিনের আচরণ যে বিরোধী বিজেপির হাতে নতুন হাতে অস্ত্র তুলে দেবে, তা বলাই বাহুল্য ৷ কিন্তু প্রশ্ন হল, হঠাৎ এভাবে বেসামাল হলেন কীভাবে মুকুল রায় ? তবে কি সাংবাদিক বৈঠকের সময় সুস্থ ছিলেন না তিনি ? শারীরিক কোনও অসুস্থতার জেরেই কি প্রশ্নের মুখে অসংলগ্নভাবে কথা বলতে শুরু করেন তিনি ?

Last Updated : Aug 6, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.