ETV Bharat / city

মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

author img

By

Published : Jul 13, 2021, 6:20 PM IST

Updated : Jul 13, 2021, 8:15 PM IST

suvendu adhikari said bjp will take mukul roy issue to national level
মুকুল রায় ইস্যুতে এবার দেশজুড়ে সরব হবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা এবং তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা না দেওয়া নিয়ে দেশজুড়ে সরব হবে বিজেপি ৷ মঙ্গলবার এমনই জানালেন শুভেন্দু অধিকারী ৷

কলকাতা, 13 জুলাই : পাবলিক অ্যাকাউন্টস কমিটি (Public Accounts Committee) বা পিএসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy) ৷ এবার এই ইস্যুতে দেশজুড়ে সরব হতে চায় ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ মঙ্গলবার এই ঘোষণা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

বিধানসভায় আট কমিটিতে বিজেপিকে চেয়ারম্যান পদ দেওয়া হয় ৷ মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বিজেপির আট বিধায়ক নিজেদের ইস্তফা জমা দেন ৷ তার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কাছে যান ৷ সেখানে তাঁরা পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নির্বাচন থেকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা ৷

আরও পড়ুন : লক্ষ্য লোকসভা, ফের বিস্তারক নিয়োগের পথে বঙ্গ বিজেপি

পরে সেখান থেকে বেরিয়ে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি জানান, পিএসি (PAC) নিয়ে রাজনীতি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ তাই সব কমিটির চেয়ারম্যান পদ প্রত্যাখান করেছে বিজেপি ৷ এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘এবার শাসক দল যেটা করেছে, সেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য ৷’’

নন্দীগ্রামের বিধায়কের দাবি, পিএসি-র কাজ সরকারের দুর্নীতিগুলি তুলে ধরা ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার দুর্নীতি ঢাকতে চায় বলেই মুকুল রায়কে বকলমে বিরোধী বিধায়ক দেখিয়ে এই পদ পাইয়ে দেওয়া হল ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা

তাঁর দাবি, মুকুল রায় সংবাদমাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসে যোগ করেছেন ৷ তিনি বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেসে যোগ দান করিয়েছেন ৷ সেটাও সংবাদমাধ্যমের সামনে হয়েছে ৷ টুইটারে তিনি (মুকুল রায়) নিজেকে তৃণমূল নেতা হিসেবে ঘোষণা করেছেন ৷ অথচ বিধানসভার অধ্যক্ষ বলছেন যে মুকুল রায় বিজেপির বিধায়ক ৷

রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক

এর পরই শাসক দলের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, এর সমস্ত তথ্য প্রমাণ তাঁদের কাছে আছে ৷ তাঁরা এই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করেছেন ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার (Om Birla) সঙ্গে ফোনেও কথাও বলেছেন ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ও লোকসভার অধ্যক্ষের কাছে এই নথি তুলে দেওয়া হবে ৷ ভারতের অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষদেরও এই নথি পাঠানো হবে ৷ পশ্চিমবঙ্গে কীভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, সেটা তুলে ধরতেই এই নথি সারাদেশে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে বৃহস্পতিবার কমিশনে যাচ্ছে তৃণমূল

একই সঙ্গে বিধানসভার উপনির্বাচন করতে তৃণমূল কংগ্রেস যে কমিশনে যাচ্ছে, তা নিয়েও তিনি কটাক্ষ করেছেন ৷ তাঁর জবাব, যারা পশ্চিমবঙ্গে পুরসভা, পঞ্চায়েত, কলেজের ছাত্র সংসদের ভোট করতে পারে না ৷ তাদের উপনির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো করছে কেন? ভ্যাকসিনেশন শেষ না হওয়া পর্যন্ত ভোটের পরিস্থিতি নেই বলেও তিনি মন্তব্য করেছেন ৷

Last Updated :Jul 13, 2021, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.