ETV Bharat / city

Tanmay Ghosh-Biswajit Das : তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায় বিজেপি

author img

By

Published : Aug 31, 2021, 9:09 PM IST

তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায় রাজ্য বিজেপি
তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায় রাজ্য বিজেপি

গতকাল বিষ্ণুপুরের বিধায়ক এবং এদিন বাগদার বিধায়কের দলত্যাগের পর তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে (Anti-defection Law) ব্যবস্থা নিতে চায় বিজেপি ৷ এই মর্মে বিধানসভায় অধ্যক্ষের কাছে বিজেপির পরিষদীয় দল নালিশ জানাবে এবং এই নিয়ে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানা গিয়েছে ৷

কলকাতা, 31 অগস্ট : মুকুল রায়ের (Mukul Roy) পর গতকাল বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh) এবং এদিন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন ৷ আশঙ্কা বাড়ছে, বিজেপি থেকে হয়তো আরও বিধায়ক তৃণমূলের যোগ দেবেন ৷ তবে হার মানতে রাজি নন গেরুয়া শিবির ৷ মুকুল রায়ের পর তাই এবার তন্ময়-বিশ্বজিতের বিরুদ্ধেও দলত্যাগ বিরোধী আইনে রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছে নালিশ জানাতে চলেছে বিজেপির পরিষদীয় দল । দরকার পড়লে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপও ।

বিজেপি সূত্রে খবর, আগামিকাল বুধবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে দলত্যাগ বিরোধী আইনে লিখিত অভিযোগ জানানো হবে । তবে এই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করারও পরিকল্পনা করছে বিজেপি । একদিকে অধ্যক্ষের উপর চাপ সৃষ্টি এবং অন্যদিকে আইনি পথেও দলত্যাগী বিধায়কদের বিরোধিতার ছক কষছে বিজেপি । বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগগা ইটিভি ভারতকে জানান, আগামিকালই তাঁরা স্পিকারের কাছে দুই বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে লিখিত অভিযোগ জানাবেন । তিনি বলেন, "আমরা হাইকোর্টেও খুব শীঘ্রই যাব ৷"

বিজেপি সূত্রে আরও খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সমস্ত বিজেপি বিধায়কদের এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন । রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেছেন, "যদি কোনও বিধায়কের দল ছাড়ার ইচ্ছা হয়, তা হলে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলে যেতে পারেন । কিন্ত পদ্ম প্রতীকে জিতে আসা বিধায়করা যদি তৃণমূলে যোগদান করেন, তা হলে দল তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ৷"

ইতিমধ্যেই বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে ৷ আগামিকাল এই বৈঠক শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) থাকার কথা রয়েছে । এই বৈঠকে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার হুইপ জারি করা হয়েছে । দলবদল আটকাতে এই বৈঠকে কড়া বার্তা দিতে পারেন দিলীপ-শুভেন্দু ।

আরও পড়ুন : Biswajit Das : তৃণমূলে ফিরলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.