Dengue: ডেঙ্গি রোধে বেসরকারি হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ স্বাস্থ্য ভবনের

author img

By

Published : Sep 17, 2022, 6:47 PM IST

State Health Department new Guidelines for Private Hospitals to Combat Dengue

ডেঙ্গি মোকাবিলায় (Dengue Situation in West Bengal) জরুরি বৈঠক ৷ বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospitals) একগুচ্ছ নির্দেশ মেনে চলতে হবে ৷ জানিয়ে দিল স্বাস্থ্য দফতর (State Health Department) ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলির (Private Hospitals) জন্য নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর (State Health Department) ৷ শনিবার একটি জরুরি বৈঠকের পরই এই নির্দেশিকা প্রকাশ করা হয় ৷ তাতে চার দফা নির্দেশ অবশ্যই মেনে চলতে বলা হয়েছে ৷ আমজনতা যাতে প্রয়োজনে বেসরকারি হাসপাতাল থেকে ন্য়ায্য মূল্যে সঠিক চিকিৎসা পেতে পারেন, তাঁদের যাতে হয়রানি শিকার না হতে হয়, তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

সংশ্লিষ্ট নির্দেশিকায় ঠিক কী কী বলা হয়েছে ? প্রথমত, ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার পর যদি কোনও ব্যক্তি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, তাহলে তা স্বাস্থ্য ভবনের পোর্টালে অবশ্যই নথিভুক্ত করতে হবে ৷ দ্বিতীয়ত, ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তদের চিকিৎসার খরচ যাতে আকাশছোঁয়া না হয়, তা নিশ্চিত করতে হবে হাসাপাতালগুলিকে ৷ তৃতীয়ত, এ রাজ্যে ডেঙ্গি বা ম্য়ালেরিয়া নির্ণয়ের পরীক্ষা করানো নিয়ে সরকারের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্র ৷ এই প্রেক্ষাপটে শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার আর রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষার সংখ্যা নিয়ন্ত্রণ করবে না ৷ কিন্তু, সেই পরীক্ষার খরচ মাত্রাতিরিক্ত হলে তা মেনে নেবে না স্বাস্থ্য ভবন ৷ এবং চতুর্থত, কোনও ব্যক্তি জ্বর বা অন্য কোনও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেই তাঁর ডেঙ্গি ও ম্য়ালেরিয়ার পরীক্ষা করাতে হবে ৷

আরও পড়ুন: ডেঙ্গি দমনের দাবিতে পৌরনিগম অভিযান চিকিৎসক সংগঠনের

প্রসঙ্গত, এদিন রাজ্য়ের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে প্রতিনিধিরা স্বাস্থ্য ভবনে সংশ্লিষ্ট বৈঠকটি করেন ৷ ডেঙ্গি প্রশমনে বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা কী হবে, মূলত তা নিয়েই আলোচনা করা হয় ৷ সেই আলোচনা সদর্থক হয়েছে বলে দাবি সূত্রের ৷ তবে, ডেঙ্গি নিয়ে এদিন খুব একটা আশার কথা শোনাতে পারেননি স্বাস্থ্য দফতরের কর্তারা ৷ বরং তাঁদের তরফ থেকে মিলেছে আশংকার বার্তা ৷ যদিও স্বাস্থ্য কর্তাদের পরামর্শ, ভয় পেলে চলবে না ৷ ডেঙ্গি দমন করতে হলে থাকতে হবে সতর্ক ৷

এদিকে, রাজ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মশাবাহিত এই অসুখ ৷ পরিস্থিতি মোকাবিলায় আগেই সরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের কর্তারা ৷ বিশেষজ্ঞদের আশংকা, চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ডেঙ্গির এই প্রকোপ থাকবে ৷ ততদিন মানুষকে সতর্ক থাকতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.