ETV Bharat / city

KK Death Controversy : কেকে’র মৃত্যুতে সতর্ক শাসকদল, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই ছাত্র সংসদের নির্বাচন; জানালেন শিক্ষামন্ত্রী

author img

By

Published : Jun 3, 2022, 3:37 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষা ৷ তিনি নির্দেশ দিলেই ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বিশেষত, কলেজ ফেস্টের পর সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুতে শাসকদলের ছাত্র সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ তার পরেই ছাত্র সংসদগুলিতে নির্বাচন করাতে তৎপর সরকার (State Government is Preparing to Hold Student Union Elections After Death of KK) ৷

State Government is Preparing to Hold Student Union Elections After Death of KK
State Government is Preparing to Hold Student Union Elections After Death of KK

কলকাতা, 3 জুন : মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই সমস্ত কলেজে হবে ছাত্র সংসদ নির্বাচন ৷ আজ এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ নজরুল মঞ্চের ঘটনায় কেকে’র মৃত্যুক পর সতর্ক রাজ্যের শাসক দল (State Government is Preparing to Hold Student Union Elections After Death of KK) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টিকে ভালভাবে নেননি ৷ যেভাবে 3 হাজার ছাত্রছাত্রীর জন্য আমন্ত্রণপত্র ছাপিয়ে নজরুল মঞ্চে 7 হাজার দর্শককে প্রবেশ করানো হয়েছিল, তাতে বিরোধীরা তৃণমূল ছাত্র পরিষদকেই কাঠগড়ায় তুলেছে ৷ রাজ্যের শাসকদলের তরফ থেকে এর বিরোধিতাও করা হয়েছে ৷

তবে, মুখ্যমন্ত্রী চান এ ধরনের বিতর্ক যেন আগামিদিনে আর না হয় ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নির্দেশ দিয়েছেন, আগামিদিনে কলেজ ফেস্ট আয়োজনের ক্ষেত্রে যেন খরচে নিয়ন্ত্রণ করা হয় ৷

প্রসঙ্গত, ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘‘আমরা চাই প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক ৷ তবে, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী এ বিষয়ে অনুমোদন না দিচ্ছেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না ৷ আমরা এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনব ৷ আশা করছি শীঘ্রই ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হবে ৷

আরও পড়ুন : Kunal Sarkar on KK Death : বাঙালির অনেক লজ্জাই হয়েছে, এটা ঘোচাতে সময় লাগবে; কেকে'র মৃত্যু নিয়ে মত চিকিৎসক কুণালের

সমস্যা হল, আইন অনুযায়ী বৈধ ছাত্র সংসদ কোনও কলেজেই নেই ৷ কারণ ছাত্র সংসদের মেয়াদ সাধারণত দু’বছর। সূত্রের খবর, শেষ ছাত্র সসংদ নির্বাচন হয়েছিল 2019 সাল ৷ আর তাই এর সুযোগ নিয়ে বিভিন্ন কলেজে ছড়ি ঘোরাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ কলেজ ফেস্ট থেকে শুরু করে ভর্তি, এ টু জেড প্রায় সমস্ত ক্ষেত্রেই তাদের সিদ্ধান্তই চূড়ান্ত ৷

আরও পড়ুন : TMC-BJP on KK Death : কে কে-র আকস্মিক মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুর পর বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে ৷ কারণ, এই মুহূর্তে গুরুদাস কলেজের কোনও রাজনৈতিক দলের ছাত্র সংসদ নেই ৷ এই অবস্থায় এই অনুষ্ঠানের আয়োজন করল কারা ? অনুষ্ঠানের জন্য বিপুল খরচ এল কোথা থেকে ? যেহেতু অনুষ্ঠানের টিকিটে তৃণমূল ছাত্র পরিষদের নাম পাওয়া গিয়েছে ৷ তাই এই মুহূর্তে যাবতীয় অভিযোগ তির তাদের দিকেই ৷ কিন্তু, এই পরিস্থিতি যাতে অন্য কলেজের ক্ষেত্রে না হয়, সেই জন্য দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করানোর কথা ভাবছে শিক্ষা দফতর। এ ক্ষেত্রে শুধুমাত্র অপেক্ষা মুখ্যমন্ত্রীর অনুমতির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.