New Initiative of Food Department: ডিলারদের মধ্যে গ্রাহক সংখ্যায় সমতা আনতে উদ্যোগী রাজ্য খাদ্য দফতর

author img

By

Published : Sep 1, 2022, 2:19 PM IST

Updated : Sep 1, 2022, 2:45 PM IST

State Food Department keen to equalise number of customers among dealers

গ্রাহক সংখ্যায় ডিলারদের (Ration Dealers) মধ্যে সমতা ফেরানোয় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার (State Government) ৷ সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর । 700 জনকে নতুন করে ডিলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে প্রায় 21 হাজার রেশন ডিলার (Ration Dealers) আছে । তাঁদের অধীনেই প্রায় 9 কোটি 20 লাখ রেশন গ্রাহক আছেন । কিন্তু সমস্ত ডিলারের কাছে সমান সংখ্যায় রেশন গ্রাহক নেই । কারও কাছে 3 হাজার তো আবার কারও কাছে 12-14 হাজার গ্রাহক আছেন । এই বৈষম্য দূর করতে উদ্যোগী রাজ্য খাদ্য দফতর (State Food Department) । এতে যেমন রেশন ডিলারদের মধ্যে ক্ষোভ কমানো যাবে, তেমনই গ্রাহকদের কাছে রেশন সামগ্রী অনেক সহজেই পৌঁছে দেওয়া যাবে বলে মনে করে রাজ্য সরকার ।

তাই ডিলারদের মধ্যে সমতা ফেরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেই খবর । খুব শীঘ্রই প্রক্রিয়া সম্পন্ন হবে । একই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করতে যত সংখ্যক গ্রাহক বাকি রয়েছে, সেই সংখ্যাটাও একশো শতাংশ সম্পন্ন করার আহবান জানানো হয়েছে । কয়েক মাস আগে নতুন করে রেশন ডিলারের লাইসেন্স পেতে বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দফতর । তাতে ইতিমধ্যে 2700 জনকে নতুন করে ডিলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামীতে আরও ডিলার সংখ্যা বাড়ানো হবে (State Food Department keen to equalise number of customers among dealers) ।

ডিলারদের মধ্যে গ্রাহক সংখ্যায় সমতা আনতে উদ্যোগী রাজ্য খাদ্য দফতর

শুধু তাই নয় যদি কোনও ডিলারের কাছে 5 হাজারের বেশি গ্রাহক থাকে আর তাঁর পার্শ্ববর্তী ডিলারের গ্রাহক সংখ্যা 3 হাজার বা তার চেয়ে কম হয় তাহলে গ্রাহক সংখ্যা দুই ডিলারের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে । রাজ্য খাদ্য দফতরের ডিডিপিএস অজয় ভট্টাচার্য বলেন, "এই সমতা আনা হলে ডিলারদের মধ্যে ঐক্য আরও বৃদ্ধি পাবে । গ্রাহকরাও খুব সহজেই দ্রুত রেশন সামগ্রী পাবেন । ডিলারদের কমিশনেও হেরফের হবে না । ইতিমধ্যে অগস্ট মাস থেকে রেশন ডিলারদের পাঁচ হাজার টাকা বাড়তি কমিশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।"

আরও পড়ুন: হোটেল, রেস্তোরাঁকে দেওয়া জলের গুণমান যাচাই করবে কেএমসি

ডিলারদের একাংশের অভিযোগ, বিভিন্ন সামগ্রী সরাসরি তাঁদের কাছে পৌঁছয় না । এই বিষয়ে রাজ্য খাদ্য দফতরের বিভাগীয় সচিব অচিন্ত্যকুমার পতি বলেন, "স্পষ্ট বলে দেওয়া হয়েছে, রেশন সামগ্রী ডোর স্টেপে না পৌঁছলে ডিলার তা গ্রহণ করবেন না । রিসিভ স্লিপে স্বাক্ষর না করার কথাও ডিলারদের স্পষ্ট বলা আছে । কিন্ত ডোর স্টেপ মানে গুদামে সাজিয়ে দেওয়া হবে এমনটা ভাবা ঠিক নয় ।" তিনি একই সঙ্গে বলেন, "ই-পাস সিস্টেম কিছু ত্রুটি দেখা দিচ্ছে । সফটওয়্যার আপডেট করা হয়েছে । দ্রুতই সমস্যা মিটবে ।"

Last Updated :Sep 1, 2022, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.