ETV Bharat / city

SSC Amendment Bill: বিধানসভায় পাস সংশোধনী, ফিরল স্টাফ সিলেকশন কমিশন

author img

By

Published : Sep 21, 2022, 8:29 PM IST

বুধবার বিধানসভায় পাস হয়ে গেল এসএসসি সংশোধনী বিল (SSC Amendment Bill) ৷ আইন করে ফেরানো হল 'স্টাফ সিলেকশন কমিশন' (Staff Selection Commission) বা এসএসসি (SSC) ৷

SSC Amendment Bill passed in Assembly by State Government
SSC Amendment Bill: বিধানসভায় পাস সংশোধনী, ফিরল স্টাফ সিলেকশন কমিশন

কলকাতা, 21 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এরই মাঝে ফের একবার 'স্টাফ সিলেকশন কমিশন' (Staff Selection Commission) বা এসএসসি (SSC)-কে ফিরিয়ে নিয়ে এল রাজ্য সরকার (State Government) ৷ বুধবার বিধানসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী বিল (Staff Selection Commission Amendment Bill) নিয়ে আসে সরকার পক্ষ ৷ আলোচনার মাধ্যমেই তা পাশ করে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, বর্তমান সরকারই 2012 সালে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন করেছিল ৷ পরে, 2017 সালে তারাই বিধানসভায় বিল এনে সেটিকে বাতিল করে দেয় ৷ পরে আবার 2019 সালে বিল এনে বাতিল হওয়া আইন ফিরিয়ে আনা হয় ৷ এদিন সেই এসএসসি-কেই আরও সক্রিয় করতে বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো হল ৷

আরও পড়ুন: স্কুলের পোশাকে রং পরিবর্তনে বাংলাকে পথ দেখিয়েছে গুজরাত-অসম: ব্রাত্য বসু

নতুন বিল অনুসারে, পুরনো যে আইন ছিল, তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ নতুন বিল অনুসারে, কমিশনের সদস্যসংখ্যা 2 থেকে বাড়িয়ে 6 করা হয়েছে ৷ সদস্যদের অবসরের বয়স 62 বছর থেকে বাড়িয়ে 65 বছর করা হয়েছে ৷ সেইসঙ্গে, কমিশনের চেয়ারম্যানের অবসরের বয়স 65 বছর থেকে বাড়ি 69 বছর করা হয়েছে ৷

এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, এবার থেকে গ্রুপ বি, সি এবং ডি-এর যাবতীয় কর্মী নিয়োগ এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই করা হবে ৷ প্রসঙ্গত, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ ওঠে ৷ মূলত সেই অভিযোগ থেকে বেরিয়ে আসতেই এই সংশোধনী পাশ (SSC Amendment Bill) করানো হল ৷

এদিকে, একের পর এক দুর্নীতির অভিযোগে বর্তমানে নাকানিচোবানি খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ৷ স্বাভাবিকভাবে স্টাফ সিলেকশন কমিশন নিয়েও তাই আশংকা রয়েছে বিরোধী মহলে ৷ তাঁদের আশ্বস্ত করে শোভনদেব বলেন, বিরোধীরা এখানে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকসন কমিশনের তুলনা করলেও একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে এখনও পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.