Bratya on School Uniform: স্কুলের পোশাকে রং পরিবর্তনে বাংলাকে পথ দেখিয়েছে গুজরাত-অসম: ব্রাত্য বসু

author img

By

Published : Sep 20, 2022, 6:56 PM IST

Gujarat Assam shows way to Bengal in changing color of school uniform, Says Bratya Basu

স্কুলের পোশাকে রং পরিবর্তনের (Bratya on School Uniform) ক্ষেত্রে বাংলাকে পথ দেখিয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত ও অসম ৷ স্কুলের পোশাকের রং নিয়ে বিতর্ক থামাতে বিধানসভায় এ কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: গোটা রাজ্যে এক রঙের স্কুল পোশাক (Bratya on School Uniform) চালু হওয়ার পর থেকেই এই নিয়ে বিরোধিতা চলছে । পড়ুয়া থেকে শুরু করে রাজনীতিক - নির্দিষ্ট একটি রঙের স্কুল পোশাকে আপত্তি সকলেরই । ইতিমধ্যেই শিক্ষাবিদরা এর বিরুদ্ধে এই বলে সরব হয়েছেন যে, গোটা রাজ্যে এক রঙের পোশাকে স্কুলের স্বকীয়তা হারিয়ে যায় । এ দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে বলতে গিয়ে পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) আক্রমণের মুখে পড়ল বিরোধীরা ।

মঙ্গলবার বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নীল-সাদা পোশাক প্রসঙ্গ বিধানসভায় তুলেছিলেন । তারই জবাব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, স্কুলের পোশাকে রং পরিবর্তনের ক্ষেত্রে পথ দেখিয়েছে বিজেপি শাসিত রাজ্য গুজরাত এবং অসম । অতএব এই নিয়ে তাদের কথা বলা সাজে না ।

এ দিন শিখা চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাকের রং বদলানো অনেকে মানতে পারছেন না । স্কুলের পোশাককে আগের অবস্থায় কি ফেরানো সম্ভব ? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পোশাকের রং পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যকে পথ দেখিয়েছে গুজরাত এবং অসম । শিক্ষামন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে শুধু সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে পোশাকের রং পরিবর্তন হয়েছে । কোনও ঐতিহ্যবাহী স্কুলের ক্ষেত্রে অবশ্য তেমনটি হয়নি ।

আরও পড়ুন: বন্ধ স্কুল খোলার জন্য নীতি আনতে চাইছে রাজ্য, বিধানসভায় জানালেন ব্রাত্য

প্রসঙ্গত, অগস্ট মাস থেকে স্কুলগুলিতে পোশাক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার । এই কাজে গতি আনতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । নীল-সাদা ওই পোশাকে থাকছে বিশ্ব বাংলার লোগো । আর পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এই বিরোধিতা চলছে । এ দিন শিক্ষামন্ত্রী কার্যত সেই বিরোধিতাকে খারিজ করে দিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.