Simpark Mall : বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘদিন বন্ধ সিমপার্ক মল, পৌরনিগমের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা; অভিযোগ ব্যবসায়ীদের

author img

By

Published : May 12, 2022, 7:26 PM IST

Simpark Mall closed for a long time due to power outage

বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ধর্মতলার সিমপার্ক মল (Simpark Mall closed for a long time due to power outage) ৷ কলকাতা পৌরনিগমের দ্বারস্থ হয়েছেন সিমপার্ক মলের ব্যবসায়ীরা ৷ প্রায় 200 দোকান কয়েকদিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 12 মে : বিদ্যুতের মূল্য তারে সমস্যা দেখা দেওয়ায় বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কলকাতা পৌরনিগমের আওতাধীন সিমপার্ক মল । বেশ কয়েকদিন ধরে বারে বারে কলকাতা পৌরনিগমের এই দরজা ওই দরজা ঘুরেও সুরাহা হয়নি বলে অভিযোগ দোকানিদের । প্রায় 200 দোকান কয়েকদিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে বলে জানা গিয়েছে (Simpark Mall closed for a long time due to power outage) ।

ঘটনার পর কয়েকদিন জেনারেটর দিয়ে বিদ্যুৎ সংযোগ অস্থায়ীভাবে করা হলেও, তা দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মলের ব্যবসায়ীরা । এই অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের । দোকান কর্মচারী সংগঠনের নেতা অরবিন্দ মেহেতা বলেন, "কলকাতা কর্পোরেশনকে আমরা টাকা দিয়ে থাকি । তাদের দায় বর্তায় কিন্তু তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না । ফলে আমরা বেশ কিছুদিন জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সংযোগ দিলেও, আমাদের পক্ষে সম্ভব নয় এটা চালিয়ে নিয়ে যাওয়া । কলকাতা পৌরনিগম দ্রুত উদ্যোগ গ্রহণ করুক । তাঁরা বলছে আমাদের ব্যক্তিগত মিটার নিতে । কিন্তু সেক্ষেত্রে সিইএসসি বিপুল টাকা দাবি করছে যা আমাদের দেওয়া সম্ভব নয় ।"

বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ধর্মতলার সিমপার্ক মল

আরও পড়ুন : KMC to hand over Drainage Report to Mamata: শহরের নিকাশির সবিস্তার রিপোর্ট আজ মমতাকে দেবেন মেয়র

কলকাতা পৌরসভার আলোক বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপরঞ্জন বক্সি বলেন, "এই গোটা প্রক্রিয়া মেয়র জানিয়েছেন স্বচ্ছভাবেই টেন্ডার-এর মারফত করতে হবে । সময় লাগবে তাই । কিন্তু দোকানদারদের ব্যক্তিগত মিটার নিতে হবে । আমরা আর সেই দায় নেব না । তাদের থেকে যদি সিইএসসি বড় অঙ্কের টাকা চেয়ে থাকে, তাঁরা আমাদের জানান । আমরা দুই পক্ষকে নিয়ে বসে তার একটা সুরাহা করব । তবে আমাদের আর্থিক অবস্থা এখন খারাপ । ফলে টেন্ডার করে এই গোটা কাজটা করতে গেলে এখন বিপুল টাকা খরচ, তাই সময় লাগবে (KMC)।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.