Shootout at Park Circus : বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি, পুলিশ কর্মী-সহ মৃত 2

author img

By

Published : Jun 10, 2022, 2:48 PM IST

Updated : Jun 10, 2022, 6:07 PM IST

Shootout Near Bangladesh High Commission in Kolkata Claims Two Lives

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি চলেছে বলে অভিযোগ উঠেছে (Shootout Near Bangladesh High Commission in Kolkata Claims Two Lives) ৷ কমিশনের সামনে কর্মরত কলকাতা পুলিশের সশস্ত্রবাহিনীর এক কনস্টেবল নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 10 জুন : বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ এক পুলিশকর্মীর বিরুদ্ধে (Shootout at Park Circus) ৷ এই ঘটনায় একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে ওই পুলিশ কর্মী নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে খবর (Shootout Near Bangladesh High Commission in Kolkata Claims Two Lives) ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

পুলিশ সূত্রে খবর, সি লেপচা নামে কলকাতা পুলিশের ওই কনস্টেবল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কর্মরত ছিলেন ৷ কিছুদিন আগেই তিনি কাজে যোগ দিয়েছিলেন ৷ এ দিন দুপুরে কমিশনের বাইরে ডিউটিতে ছিলেন তিনি ৷ সেই সময় আচমকাই নিজের সার্ভিস বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ৷ সেই সময় হাইকমিশনের সামনে দিয়ে যাওয়া বাইক আরোহী এক মহিলা গুলিবদ্ধ হন ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মারা যান তিনি ৷ এর পর ওই কনস্টেবল নিজেকে সার্ভিস এসএলআর দিয়ে গুলি করেন বলে জানা গিয়েছে ৷ তিনিও ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন : Magrahat Shoot Out : মগরাহাটে শুট আউটে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ

পুরো ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বেনিয়াপুকুর ও কড়েয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করেছে ৷ মৃত কনস্টেবলের সার্ভিস এসএলআর-টি উদ্ধার করেছে পুলিশ ৷ কেন তিনি এই কাজ করলেন ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দাবিভাগের আধিকারিকরাও পৌঁছেছেন ৷ তাঁরা পুরো ঘটনাস্থলে ঘুরে দেখছেন ৷ সেই সঙ্গে পুলিশের তরফে স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

Last Updated :Jun 10, 2022, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.