ETV Bharat / city

KMC Primary School : পড়ুয়া ও শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে কলকাতা পৌরনিগমের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়

author img

By

Published : Apr 9, 2022, 2:22 PM IST

Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers
Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers

কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব ছিলই ৷ করোনা পরবর্তী সময়ে পড়ুয়াদের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে বেশ কিছু স্কুলে ৷ যার জেরে প্রায় 20টি স্কুলকে সংযুক্তিকরণের জন্য বাছা হয়েছে (Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers) ৷

কলকাতা, 9 এপ্রিল : কমেছে পড়ুয়া, তার উপর শিক্ষকের অভাব ৷ যার জেরে বেশ কয়েকটি স্কুল বন্ধ করার পরিকল্পনা কলকাতা পৌরনিগমের (Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers) ৷ দীর্ঘদিন ধরেই কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে ৷ তবে, অভাব থাকলেও নতুন করে স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি ৷ এই অবস্থায় দীর্ঘ দু’বছর ধরে করোনার কারণে বন্ধও ছিল স্কুলগুলি ৷ ফলে এই সময় ব্যাপক ভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয় বিমুখ হয়েছে ৷ আর এই পরিস্থিতিতে কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম ৷

কিন্তু, ঠিক কত ছাত্রছাত্রী স্কুলছুট হয়েছে, তার নির্দিষ্ট হিসাব এখনও পর্যন্ত নেই কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের কাছে ৷ স্কুল খুললে কত পড়ুয়া আসবে ? সেই সংখ্যা জানতে এবার স্ক্রুটিনি করতে চলেছে কেএমসি’র শিক্ষা বিভাগ ৷ সেই তথ্য দ্রুত ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবং কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ পৌরনিগম আঁচ করছে প্রায় 5-6 হাজার ছাত্রছাত্রী স্কুল বিমুখ হয়েছে ৷

আরও পড়ুন : TET Candidates Protest : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়

পৌর প্রাথমিক স্কুল এবং এসএসকে মিলিয়ে কলকাতায় প্রায় 350টির বেশি স্কুল আছে ৷ বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু মিলিয়ে প্রায় 25 হাজারের বেশি পড়ুয়া রয়েছে স্কুলগুলিতে ৷ কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কথায়, করোনা পর্ব শেষে আবার স্কুল খোলার পর দেখা যাচ্ছে, অনেক স্কুলে শিক্ষক অভাব তো ছিলই ৷ তার উপর হাতেগোনা কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে আসছে ৷ নিয়মিত উপস্থিতির নিরিখে 5-6 হাজার পড়ুয়া শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকছে ৷ বর্তমান পরিস্থিতিতে শহরের বেশকিছু পৌর প্রাথমিক স্কুল সংযুক্তিকরণ করার ভাবনাচিন্তা চলছে ৷ অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হবে ৷ সেই মত কুড়িটি স্কুল চিহ্নিতও হয়ে গিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

কিন্তু, স্কুলে উপস্থিতির হার স্ক্রুটিনি করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বদলে, স্কুল ছুটদের ফেরানোর ব্যবস্থা কেন করা হচ্ছে না ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, শুধু কলকাতা পৌরনিগমের অন্তর্গত প্রাথমিক স্কুলে যে শিক্ষক-শিক্ষিকার অভাব তা নয় ৷ প্রাথমিক শিক্ষা দফতর সরাসরি যে স্কুলগুলি পরিচালনা করে সেখানেও অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ এই অবস্থায় এই প্রশ্নও উঠছে, যেখানে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে ৷ সেখানে প্রাথমিকের টেট উত্তীর্ণ যে চাকরিপ্রার্থীর প্রতিনিয়ত চাকরির দাবিতে আন্দোলন করছেন ৷ তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না কেন ? কোন অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ আটকে রেখেছে রাজ্য সরকার ? এই প্রশ্নের উত্তর সময়ের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন চাকরিপ্রার্থীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.