BJP Nabanna Abhijan: শুভেন্দু-দিলীপ-সুকান্তদের নবান্ন অভিযানে লেটার মার্কস নিয়ে পাশ পুলিশের

author img

By

Published : Sep 13, 2022, 11:06 PM IST

BJP Nabanna Abhijan

বিজেপি'র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) আটকাতে এদিন পুলিশের তৎপরতা ও পরিকল্পনা ছিল চোখে পড়ার মতো ৷ নিজেদের পরিকল্পনায় লেটার মার্কস পুলিশের (role of police in BJP Nabanna Abhijan) ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর: মঙ্গলবার ছিল বিজেপি'র হাই-ভোলটেজ নবান্ন অভিযান ৷ এই কর্মসূচিকে ঘিরে কলকাতা ও হাওড়ায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কা ছিল ৷ তবে দিনের শেষে লেটার মার্কস নিয়েই পাস করল পুলিশ ৷ 2021 বিধানসভা নির্বাচনের পর নবান্ন অভিযানই ছিল বিজেপি'র সবচেয়ে বড় কর্মসূচি ৷ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি'র সভাপতি পদে আসার পর এটাই ঠিল তাঁর নেতৃত্বে প্রথম মেগা কর্মসূচি (BJP Nabanna Abhijan) ৷

দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পদ্মশিবির ৷ এই কর্মসূচিকে সফল করতে কোমর বেঁধে নেমেছিল বিজেপি ৷ হাওড়া, কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দূরের জেলাগুলি থেকেও এই কর্মসূচির জন্য মহানগরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ । সাম্প্রতিককালে বিজেপি'র এত বড় জমায়েত শহরে দেখা যায়নি ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানে রণক্ষেত্র সাঁতরাগাছি, পড়ল বোমা

বিপুল কর্মী-সমর্থক নিয়ে নবান্নকে তিন দিক থেকে ঘিরে এই অভিযানের পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির ৷ তবে বিজেপি'র এই মেগা কর্মসূচিতে লেটার মার্কস নিয়েই পাস করল পুলিশ । সুচতুর পরিকল্পনার ফসল হিসাবে এ কথা বলাই যায় ৷ এতে আদতে নবান্ন থেকে কয়েকশো যোজন দূরে বসেও হাসি চওড়া হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । গত কয়েক দিন ধরে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ বাড়ছিল । নিয়োগ দুর্নীতি, কয়লা এবং গরুপাচার কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত ও হেভিওয়েট নেতাদের গ্রেফতারির মাঝেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল ৷

পদ্ম শিবিরের নবান্ন অভিযানে কী হয় সেদিকে চোখ ছিল রাজ্যবাসীর । বিশেষ করে এই সরকারকে এবং পুলিশকে 'নবান্ন অভিযান' কর্মসূচির মাধ্যমে কতটা বেগ দিতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল সেটাই ছিল দেখার । একথা অস্বীকার করলে ভুল হবে মঙ্গলবার মহানগরে মানুষ কম এসেছিলেন । কিন্তু এরপরেও এই কর্মসূচি যে সফল এমনটা অতি বড় মমতাবিরোধীও তা হলফ করে বলতে পারবেন না । কারণ একটাই, সুচতুর পরিকল্পনা ৷

আরও পড়ুন: মমতার চোখে গুরুত্বহীন বিজেপির নবান্ন অভিযান, মেগা ফ্লপ বলছে তৃণমূল

যার মাধ্যমে কর্মসূচি শুরুর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটক করা এবং বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বাইরে রেখেও নিরাপত্তার বেষ্টনীতে একরকম বোতলবন্দী করে ফেলা হয় ৷ সবচেয়ে বড় কথা, কিছু পাথরবৃষ্টি আর বিক্ষিপ্ত বিশৃঙ্খলার ছবি ছাড়া মোটের উপর এই কর্মসূচি থেকে কোনও অশান্তি ছড়ায়নি ৷ এমজি রোডে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, আর সাঁতরাগাছিতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ছাড়া সেভাবে আন্দোলনের কারণে পুলিশকে যে বড় বেগ পেতে হয়নি (role of police in BJP Nabanna Abhijan) ৷

বরং এদিন রাস্তায় নামা সাধারণ মানুষও বলেছে, নিরাপত্তার বেষ্টনী, জল কামান, কাঁদানে গ্যাস, আর বজ্রর মাধ্যমে বিক্ষোভকারীদের বশ করে আজকের এই মেগা কর্মসূচির 'ম্যান অফ দ্যা ম্যাচ' কিন্তু পুলিশ । রাজ্যের বিরোধী দলনেতাকে মাত্র মিনিট দশেকের প্রতিবাদ করতে দিয়ে লালবাজারে তুলে নিয়ে যেতে পারবে পুলিশ, এমনটা কেউ ভাবতে পারেননি ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি, এখানেই তো টি-টোয়েন্টির কায়দায় অর্ধেক ম্যাচ পকেটে পুড়ে নেয় পুলিশ বাহিনী । এরপর দিনভর শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাদের লালবাজারে বসেই কাটাতে হয়েছে । বাইরের ঘটনাবলী ফোনের মাধ্যমেই শুধু দেখতে হয়েছে তাঁদের ।

আরও পড়ুন: নেতাদের ছাড়াই নবান্ন অভিযানে ধুন্ধুমার বাঁধালেন কর্মী-সমর্থকরা

দিনের শুরুতে শুভেন্দু অধিকারী আটক হওয়ায় বিজেপি'র এই কর্মসূচি বড় ধাক্কা খায় । সাঁতরাগাছিতে থাকা বিজেপি সমর্থকরা নেতৃত্বের অভাবে গন্ডগোল করা ছাড়া সেভাবে দাগই কাটতে পারেনি । অন্যদিকে, হাওড়া ময়দানে আন্দোলনের জন্য আসা বিক্ষোভকারীদের সামলাতে একদিন সেভাবে বেগ পেতে হয়নি পুলিশকে । শুধু সামান্য সমস্যা হয়েছে লালবাজারে কাছাকাছি আচমকাই দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির মিছিল পৌঁছে যাওয়ায় । তবে প্রথমে জল কামান এবং তারপর কাঁদানে গ্যাস ও মৃদু লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ । আর এর ফলেই দুপুর একটায় কলেজ স্ট্রিট থেকে কর্মসূচি শুরু করে, দুপুর দু'টো চল্লিশে কর্মসূচিকে সমাপ্ত করে দেন বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।

দিনের শেষে মুরলীধর সেন লেনে আবার যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য কিছু ধস্তাধস্তির ছবি দেখা গেলেও তা কিছু গুরুতর ছিল না । আর সম্ভবত সে কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন খড়্গপুরে বসে জানিয়ে দেন, বিজেপির কর্মসূচি গুরুত্বহীন । এতে মানুষের সমর্থন ছিল না । অপরদিকে, শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপির নবান্ন অভিযান মেগা ফ্লপ শো । এর থেকে বিধানসভায় শূন্য পাওয়া বামেদের নবান্ন অভিযানের ধারও অনেক বেশি ।" একইসঙ্গে তাঁর কটাক্ষ, "যে মেঘ গর্জায়, সে বর্ষায় না । বিজেপি নেতারা মুখে যাই বলুক । কাজে প্রমাণ দিতে পারল কই!" দিনের শেষে লাল বাজারের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল শুভঙ্কর সিংহ রায় জানিয়েছেন, এদিনের বিজেপির কর্মসূচি থেকে 90 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে 22 জন মহিলা । কলকাতা পুলিশের তরফ থেকে মোট পাঁচটি কেস হয়েছে । এরমধ্যে একটি সরকারি সম্পত্তি নষ্টের মামলাও রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.