ETV Bharat / city

Calcutta High Court : শপথ নিলেন কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব

author img

By

Published : Oct 11, 2021, 1:07 PM IST

সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রকাশ শ্রীবাস্তবের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে । গত শনিবার সেই প্রস্তাবে সম্মতি দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

prakash-srivastava-takes-oath-as-calcutta-high-court-chief-justice
Calcutta High Court : শপথ নিলেন কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব

কলকাতা, 11 অক্টোবর : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava) । আজ, সোমবার বেলা 11 টায় তিনি শপথ গ্রহণ করেন ৷ নিয়মমাফিক পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (West Bengal Governor Jagdeep Dhankhar) তাঁকে শপথবাক্য পাঠ করান ।

আরও পড়ুন : Weather Forecast : মহাষষ্ঠীতে কলকাতার আকাশ রোদ ঝলমলে, বৃষ্টির সম্ভাবনা নেই

গত কয়েকমাস কলকাতা হাইকোর্টে কোনও স্থায়ী প্রধান বিচারপতি ছিল না ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন রাজেশ বিন্দাল ৷ সম্প্রতি তিনি অন্য আদালতে স্থানান্তরিত হয়েছেন ৷ তার আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম প্রকাশ শ্রীবাস্তবের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছিল ।

গত শনিবার সেই প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) । তারপর সোমবারই দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ এদিন কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে এক নম্বর আদালত কক্ষে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় ।

আরও পড়ুন : Kolkata Traffic : পুজোর কলকাতায় গাড়ির গতি ঠিক রাখতে বদ্ধপরিকর লালবাজার

শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বাংলায় বলেন, ‘‘সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ৷’’ এর পর তিনি যোগ করেন, সমস্ত বিচারপ্রার্থীরা যাতে কোনও বাধা ছাড়াই দ্রুত বিচার পান, সেই ব্যাপারে তিনি সচেষ্ট থাকবেন । আর এই কাজে সবপক্ষের সহযোগিতা কাম্য বলেই তিনি উল্লেখ করেন ৷

আদালত সূত্রে জানা যাচ্ছে, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এর জন্ম 1966 সালের 31 মার্চ ৷ আইনজীবী হিসেবে তিনি নাম লেখান 1987 সালের 2 ফেব্রুয়ারি ৷ এর পর সুপ্রিম কোর্টে সিভিল ও সাংবিধানিক বিষয়ে পারদর্শিতা অর্জন করেন তিনি ।

আরও পড়ুন : Corona in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, উৎসবে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

2008 সালের 18 জানুয়ারি তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং 2010 সালের 15 জানুয়ারি একজন স্থায়ী বিচারপতি হন । এবার তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মলয় ঘটক (Moloy Ghatak)। এছাড়াও ছিলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপঙ্কর দত্ত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই যে দস্তুর ।

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : মণ্ডপ সজ্জায় বিজেপির ফতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.