ETV Bharat / state

Weather Forecast : মহাষষ্ঠীতে কলকাতার আকাশ রোদ ঝলমলে, বৃষ্টির সম্ভাবনা নেই

author img

By

Published : Oct 11, 2021, 8:38 AM IST

Updated : Oct 11, 2021, 8:53 AM IST

ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

Weather Forecast
Weather Forecast

কলকাতা, 11 অক্টোবর : পঞ্জিকায় আজ ষষ্ঠী । আজ মায়ের বোধন । সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে ৷ অনেকেই সকাল সকাল প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন ৷ তাঁদের জন্য ভাল খবর ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে । আকাশ পরিষ্কার থাকবে । বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীন । বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও বেশি পরিমাণে বৃষ্টি হবে না । দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে । তাই ষষ্ঠীর দিনে ঠাকুর দেখা, ঘোরাঘুরি পরিকল্পনা যাঁদের রয়েছে তাদের জন্য আবহাওয়া অনুকূল থাকবে । তবে গরমের অনুভূতি বাড়বে ।

আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছাকাছি আসবে ৷ নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের রাজ্যে না পড়লেও আগামী 13 তারিখ থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ৷ এবং নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

13 তারিখ অর্থাৎ মহাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । 14 ও 15 তারিখ অর্থাৎ নবমী ও দশমীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও আংশিক মেঘলা থাকবে ৷ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ।

আরও পড়ুন : Burdwan Pujo : পঞ্চমী থেকে বর্ধমানের পুজো মণ্ডপগুলিতে মানুষের ঢল

দেশের পশ্চিম প্রান্ত থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে । এই নিম্নচাপের প্রভাব কেটে গেলেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 97 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় সামান্য বৃষ্টিপাত হয়েছে ৷

আরও পড়ুন : Kumartuli Park : কুমোরটুলি পার্কের এবারের থিম "কলরব"

Last Updated : Oct 11, 2021, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.