ETV Bharat / city

PIL against Extended Summer vacation: রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে ফের জনস্বার্থ মামলা

author img

By

Published : Jun 20, 2022, 1:57 PM IST

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে ফের জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে (PIL against Extended Summer vacation)৷ এই মামলায় রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে (Summer vacation in West Bengal)।

pil-against-extended-summer-vacation-in-west-bengal
রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর বিরুদ্ধে ফের জনস্বার্থ মামলা

কলকাতা, 20 জুন: রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ফের জনস্বার্থ মামলা হল হাইকোর্টে (PIL against Extended Summer vacation)। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মামলা দায়ের করেছে । তাদের বক্তব্য, গরমের ছুটি এর আগে এক মাসের জায়গায় 45 দিন করা হয়েছিল । 15 জুন স্কুল খোলার কথা ছিল (Summer vacation in West Bengal)। কিন্তু গরমের অজুহাত দিয়ে ফের 26 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে । কিন্তু আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে (Calcutta High Court)।

রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানিয়েছেন, "জনস্বার্থ মামলাটি কে বা কারা করছেন সেটা দেখা জরুরি । রাজ্যের বাইরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যাদের শুধুমাত্র সংবাদমাধ্যমে প্রচারের তাগিদ রয়েছে তারা এই মামলা করেছে । 43-44 ডিগ্রি সেলসিয়াস গরমের পূর্বাভাস ছিল । স্কুল সামনের সপ্তাহেই খুলে যাচ্ছে । আর ছুটির মধ্যেও মিড-ডে মিল বন্ধ করা হচ্ছে না ।"

আরও পড়ুন: CNI Schools Reopen: সোমে খুলছে রাজ্যের সিএনআই-এর স্কুলগুলি

সংগঠনের তরফে ফের বলা হয়, "মুম্বইয়ের সংগঠন হলেও কলকাতায় অফিস রয়েছে তাদের । রাজ্য ছুটি বাড়াতে শেষ যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা খারিজ করা হোক । অতিরিক্ত গরমের জন্য ছুটি বাড়ানো হয়েছে । কিন্তু আবহাওয়া দফতর কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস দেয়নি ।"

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশ্য কোনও রায়দান করেনি এই মামলার । রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে ।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে, সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি । আরও 11 দিন বেড়েছে গ্রীষ্মের ছুটি । আগে স্কুলগুলি খোলার কথা ছিল 16 জুন । এ বার স্কুল খুলেছে 27 জুন থেকে । এর আগে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্য সরকারের তরফে 2মে থেকে গরমের ছুটি পড়ার নির্দেশিকা জারি হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.