ETV Bharat / city

Partha Chatterjee: যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়া হোক, ভার্চুয়াল শুনানিতে দাবি আইনজীবীর

author img

By

Published : Aug 31, 2022, 3:04 PM IST

Updated : Aug 31, 2022, 4:42 PM IST

Partha Chatterjee should be granted bail under any condition, appeals his lawyer in virtual hearing
যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়া হোক, ভার্চুয়াল শুনানিতে দাবি আইনজীবীর

যে কোনও শর্তে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জামিন দেওয়া হোক ৷ ভার্চুয়াল শুনানিতে (Virtual hearing) এমনই দাবি জানালেন তাঁর আইনজীবী ৷

কলকাতা, 31 অগস্ট: যে কোনও শর্তে জামিন দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ ভার্চুয়াল শুনানিতে এমনই আবেদন করলেন পার্থর আইনজীবী ৷ এ দিন আদালতে শুনানি (Virtual hearing) চলাকালীন তিনি বলেন, তাঁর মক্কেলকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক ৷ কারণ তাঁর বয়স অনেকটাই বেশি (Bail under any condition)। প্রয়োজন হলে বাড়িতে একা রাখার ব্যবস্থা করা হোক তাঁকে ৷ পুলিশি প্রহরার ব্যবস্থাও করা যেতে পারে বলে আদালতে জানান তিনি ।

যদিও ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, 14 দিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের নামে 70টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল ৷ কিন্তু তদন্তে অগ্রগতি হয়েছে । অর্থাৎ এই 30 দিনে অতিরিক্ত 30টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পার্থ চট্টোপাধ্যায়ের নামে 100টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে । ফলে এ ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব এবং শিক্ষা দুর্নীতি কাণ্ডের (SSC Recruitment Case) সঙ্গে পার্থর যে যোগ রয়েছে, সেটি স্পষ্ট বলে আদালতে ইডির তরফে দাবি করা হয় । দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক এখনও পর্যন্ত অর্ডার রিজার্ভ রেখেছেন ।

আরও পড়ুন: এবার পার্থর থেকে কোনও লেভি না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল

সম্প্রতি শিক্ষা দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার হরিদেবপুর এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে মোট 50 কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয় ৷ পাশাপাশি উদ্ধার হয় 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না ও অন্যান্য একাধিক সামগ্রী ।

গোয়েন্দাদের অনুমান, শিক্ষা দুর্নীতি কাণ্ডের টাকা একাধিক কোম্পানিতে খাটানো হয়েছিল । এরকম কিছু তথ্য হাতে আসার পরেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ৷ বর্তমানে তাঁরা জেল হেফাজতে রয়েছেন । আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । প্রেসিডেন্সি সংশোধনাগার আদালতে আর্জি জানিয়েছিল যে, গোটা শুনানি প্রক্রিয়া ভার্চুয়ালি করা হোক । সংশোধনাগরের সেই আর্জি শুনে আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মামলার শুনানি ভার্চুয়ালি হচ্ছে আদালতে ।

Last Updated :Aug 31, 2022, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.