ETV Bharat / city

School Reopening in Bengal : মনে নেই অঙ্ক-ভুলে গিয়েছে অক্ষর, অবিলম্বে পুরোপুরি স্কুল খোলার পরামর্শ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Feb 9, 2022, 11:04 PM IST

Nobel Laureate Abhijit Banerjee on Bengal School Reopening
অবিলম্বে সমস্ত স্কুল খোলার পরামর্শ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গে শীঘ্রই পুরোপুরি স্কুল খোলা উচিত বলে মত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Banerjee on Bengal School Reopening) ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি : করোনা অতিমারির জেরে দীর্ঘ দু'বছর বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি । এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পড়ুয়াদের । পড়ুয়ারা একরকম ভুলতেই বসেছে পড়াশোনা । এমনটাই বলছে পশ্চিমবঙ্গের 2021 সালের অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন সমীক্ষা (The Annual Status of Education Report- ASER) ৷ এই পরিস্থিতিতে স্কুলগুলিতে সমস্ত ক্লাস শীঘ্রই চালু করা উচিত বলে মত প্রকাশ করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee on Bengal School Reopening) ৷

রাজ্যের সবক'টি জেলাতেই এক বেসরকারি সংস্থার তরফে সমীক্ষাটি চালানো হয়েছিল । আজ প্রকাশিত হল সেই রিপোর্ট । এই ওয়েবিনারে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টজনরা । অ্যানুয়াল স্ট্যাটাস অব এডুকেশন রিপোর্ট বা আসার সমীক্ষায় যে ছবি উঠে এসেছে তা একেবারেই সুখকর নয় বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ বলেন, পঞ্চম শ্রেণির বহু পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণির অঙ্ক কষতে পারছে না । শুধু এটুকুই নয়, তারা চিনতে পারছে না অক্ষরও ৷ তাই যাতে রাজ্য শিক্ষার প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আবার ঘুরে দাঁড়াতে পারে তাই অবিলম্বে রাজ্যের সমস্ত শ্রেণির ক্লাস চালু করার পরামর্শ দেন অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত প্রকাশ পেয়েছিল এই রিপোর্ট । তবে করোনাকালে সেই সমীক্ষা করা সম্ভব না হওয়ায় গত দু'বছর প্রকাশ করা সম্ভব হয়নি এই সমীক্ষা । গতবছর আবার তা শুরু করা হয় ।

দু'বছর পরে রাজ্যে শিক্ষার হল যে কতটা বেহাল তা এই রিপোর্ট দেখলেই বোঝা যায় । পড়ুয়ারা বানান করে পড়া তো দূরঅস্ত তারা পড়ার সময় বর্ণ চিনতে পারছে না । পাশাপাশি রিপোর্টে উঠে এসেছে যে 2018 সাল থেকে গতবছর পর্যন্ত সরকারি স্কুল বন্ধ থাকা সত্ত্বেও 90 শতাংশের নাম এখনও স্কুলে নথিভুক্ত রয়েছে । বহু পড়ুয়া স্কুলছুট হলেও স্কুলের রেজিস্টারে এখনও তাদের নাম রয়ে গিয়েছে । গত দুই বছরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা অঙ্গনবাড়ি স্কুলে যেতে পারেনি । এর ফলে সার্বিক শিক্ষার মানও পড়েছে অনেকটাই ।

রাজ্যের 17টি জেলার 510টি গ্রামে এই সমীক্ষা চালানো হয়েছে 10 হাজার 141টি পরিবারের 11 হাজার 189টি পড়ুয়ার উপর ৷ 3 বছর থেকে 16 বছরের পড়ুয়াদের সামিল করা হয়েছিল এই সমীক্ষায় । দেখা যাচ্ছে, সরকারি ও বেসরকারি স্কুলে পড়া পড়ুয়াদের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে সেটিও বেশ সুস্পষ্ট ৷ দেখা গিয়েছে, সরকারি স্কুলের প্রায় 64.5 শতাংশ পড়ুয়াদের স্মার্টফোন রয়েছে । পাশাপাশি বেসরকারি স্কুলের প্রায় 81.4 শতাংশের কাছেই স্মার্টফোন রয়েছে ।

আরও পড়ুন : CBSE Offline Exam : এপ্রিলে সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নেবে অফলাইনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.