ETV Bharat / bharat

CBSE Offline Exam : এপ্রিলে সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নেবে অফলাইনে

author img

By

Published : Feb 9, 2022, 8:24 PM IST

Updated : Feb 9, 2022, 9:12 PM IST

26 এপ্রিল থেকে অফলাইনে পরীক্ষা নেবে সিবিএসই কর্তৃপক্ষ (CBSE to conduct offline exam from 26 April) ৷ বুধবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড ৷

CBSE Exam News
এপ্রিলে সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা নেবে অফলাইনে

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : এপ্রিলে অফলাইনে পরীক্ষা নেবে সিবিএসই (CBSE Exam Pattern) ৷ বুধবার বোর্ড কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির টায়ার-2 পরীক্ষা নেওয়া হবে অফলাইনে ৷ 26 এপ্রিল থেকে এই পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে ৷

টার্ম-1 পরীক্ষায় শুধু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল ৷ তবে টার্ম-2 পরীক্ষায় সাবেজক্টিভ এবং অবজেক্টিভ দুই ধরনেই প্রশ্নই থাকবে ৷ এই পরীক্ষার জন্য বোর্ডের তরফে গতমাসেই প্রশ্নপ্রত্রের ধরন প্রকাশ করা হয়েছে বোর্ডের ওয়েবসাইটে ৷

এই প্রথমবার সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা দুই ধাপে নিচ্ছে ৷ দেশে বর্তমান কোভিড পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত ৷ গতবছর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি ৷ তার বদলে পড়ুয়াদের বিকল্প মূল্যায়ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছিল ৷

CBSE Exam News
অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই কর্তৃপক্ষ

এর মধ্যেই টার্ম-1 ফলাফলের তারিখ এবং টার্ম-2 পরীক্ষা সম্পর্কে কিছু ভুল তথ্য এদিক-সেদিক দেখা যাচ্ছিল ৷ এনিয়ে বোর্ডের তরফে পড়ুয়াদের সতর্ক করা হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো পরীক্ষা সম্পর্কিত যেকোন তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করার কথা বলা হয় এবারের এই বিজ্ঞপ্তিতেও ৷

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং পরীক্ষাসূচি বোর্ডের ওয়েবসাইট cbse.nic.in-এ প্রকাশ করা হবে ৷

আরও পড়ুন : NEET PG exam 2022 Postponement : ছয় থেকে আট সপ্তাহ পিছিয়ে গেল নিট পিজি পরীক্ষা

Last Updated : Feb 9, 2022, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.