Dengue: রাজ্যে ডেঙ্গির নতুন নমুনা ! কতটা ভয়াবহ এই ভাইরাস ?

author img

By

Published : Sep 15, 2022, 9:09 PM IST

new-specimen-of-dengue-found-in-kolkata

নাইসেডে (NICED) পাঠানো নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে রাজ্যে অনেকেই ডেঙ্গি (Dengue) থ্রি-তে আক্রান্ত হয়েছেন ৷ কতটা ভয়াবহ এই ভাইরাস ? কী বলছেন বিশেষজ্ঞরা ?

কলকাতা, 15 সেপ্টেম্বর : করোনা (Covid Pandemic) পর্ব মিটতে না মিটতেই ফের হাজির ডেঙ্গি (Dengue) । ইতিমধ্যেই শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বহু মানুষ । তবে এসবের মাঝে ডেঙ্গির নতুন নমুনার হদিশ মিলেছে । রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে সেপ্টেম্বর মাসের 1 তারিখে নমুনা পাঠানো হয় নাইসেডে (NICED) । তাতে পাঠানো 50টি নমুনার মধ্যে 35টি ডেঙ্গি থ্রি ।

এই ডেঙ্গি থ্রি কী বা কতটা ভয়ঙ্কর ? এই বিষয়ে ভাইরোলজিস্ট সুমন পোদ্দার বলেন, "ডেঙ্গির মতোই ডেঙ্গি থ্রি । এবছর মূলত দেখা যাচ্ছে বহু মানুষের প্লেটলেট কমছে না । এই ধরনকেই ডেঙ্গি থ্রি বলা হচ্ছে । বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মাথার তালু ফুলে যাচ্ছে হঠাৎই, জ্বর হচ্ছে । কিন্তু প্লেটলেট কমেনি । টেস্ট করে জানতে পারছি সে ডেঙ্গি আক্রান্ত । এই ধরনের রোগীদেরও দেখা মিলছে । আবার অনেকের জ্বর নেই বা জ্বর কমে গিয়েছে এরকম রোগীর সংখ্যা সব থেকে বেশি ।"

চিকিৎসকদের মতে, যাঁরা একবার ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, তাঁদের কাছে এই ডেঙ্গি আরও ভয়াবহ । তাঁদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । মূলত, সকাল বেলায় ডেঙ্গির মশা কামড়ায় । আর পরিষ্কার জলে ডেঙ্গির মশা বৃদ্ধি পায়, তাই মেয়রের কথা মতো ডেঙ্গি বৃদ্ধির জন্য মানুষও সমানভাবে দায়ী ।

চিকিৎসক সুমন পোদ্দার বলেন, "জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেয় যেন সবাই । প্যারাসিটামলের খেয়ে জ্বর না কমলে চিকিৎসকের নির্দেশে টেস্ট করানো উচিত । শুধু প্লেটলেট বাড়িয়ে লাভ নেই । আরও অনেক বিষয় থাকে । তাই চিকিৎসকরা উপযুক্ত ব্যবস্থা নেবে । এমন সময় রোগীরা আসে যখন আর কিছু করার থাকে না । তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কোনও জুস না জল খাওয়া বেশি দরকার এই সময় । আর যারা কোমর্বিটি রয়েছে, তাঁদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে ।"

আরও পড়ুন : করোনার মতো ডেঙ্গু আক্রান্তের জন্য হাসপাতালে বেড সংরক্ষণের পথে স্বাস্থ্য দফতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.