ETV Bharat / city

Covid 19 Guidelines: করোনার দাপট কমতেই কোভিড পরীক্ষা নিয়ে কড়াকড়ি কমাল স্বাস্থ্য ভবন

author img

By

Published : Mar 4, 2022, 4:32 PM IST

Covid 19 Updates
কোভিড পরীক্ষা নিয়ে কড়াকড়ি কমাল স্বাস্থ্য ভবন

করোনার দাপট কমতেই টেস্ট নিয়ে কড়াকড়ি কমাল স্বাস্থ্য ভবন । নয়া নির্দেশিকা অনুযায়ী হাসাপাতালে ভর্তি হওয়ার সময় করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয় (Covid 19 Guidelines)।

কলকাতা, 4 মার্চ: রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে । করোনার তৃতীয় ঢেউ সামলে নিয়েছে রাজ্য । তৃতীয় টেউয়ে রাজ্যে কোভিড সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা অনেকটাই কম । তাই এবার কোভিড সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য বিভাগ (Covid 19 Guidelines) ।

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুাযায়ী, এবার থেকে হাসপাতালে ভর্তি হওয়ার সময় করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয় । তবে হাসপাতলে ভর্তির সময় কোনও রোগীর যদি করোনা উপসর্গ থাকে, তাহলে অবশ্যই তার করোনা পরীক্ষা করাতে হবে । একইভাবে সমস্ত রকম অস্ত্রোপচারের ক্ষেত্রেও আর বাধ্যতামূলক নয় করোনা পরীক্ষা । তবে নাক-কান-গলার অস্ত্রোপচারের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক থাকছে এখনও । একইসঙ্গে যে সকল অস্ত্রোপচারের ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে চিকিৎসক চাইলে করোনা পরীক্ষা করেই অস্ত্রোপচার করাতে পারেন (Covid 19 Updates Test Guidelines ) ।

আরও পড়ুন: Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ আজও 6 হাজারে

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের কোমর্বিডিটি রয়েছে এমন মানুষদের এখনও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে । তাঁদের নিয়মিতভাবে মাস্ক পড়তে হবে। মেনে চলতে হবে অন্যান্য সর্তকতাও। যেহেতু তাঁদের জন্য করোনা এখনও জীবনের ঝুঁকি বয়ে নিয়ে আসছে, তাই করোনা আক্রান্ত হলেই আইসোলেশন এবং চিকিৎসকের অনুমতিতে চলা দরকার । করোনার জেরে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উপর যাতে চাপ না পড়ে তার জন্য দীর্ঘ সর্তকতা অবলম্বন করেছে স্বাস্থ্য দফতর । কিন্তু শহর যখন ধীরে ধীরে সুস্থ এবং স্বাভাবিক রাখার পথে এগোচ্ছে তখন বাড়তি বিধি-নিষেধ এবং খরচ বহন করতে চাইছে না রাজ্য । এই পরিস্থিতিতে বিধিনিষেধে বদল এনে সরকারের উপর থেকে চাপ কিছুটা শিথিল করতে চাইছে ।

আরও পড়ুন: Corona Update in India: দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী নির্দেশিকা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে করোনা ভাইরাস অনেকটাই তার মারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে । এখন এই ভাইরাস অনেকটা নতুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতোই আচরণ করছে । তাই এর থেকে সর্তকতা জরুরি । তবে উদ্বেগ নয় । সবচেয়ে আশার কথা, এখন পরীক্ষা করলে 0.5 শতাংশেরও কম রোগী পজিটিভ হচ্ছেন । আর সে কারণেই করোনা পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা কিছু শিথিলতা আনা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.