ETV Bharat / city

NHRC gives time to TMC team: প্রয়াগরাজ কাণ্ডে তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দিল জাতীয় মানবাধিকার কমিশন

author img

By

Published : Apr 28, 2022, 1:08 PM IST

প্রয়াগরাজ কাণ্ডে (Prayagraj incident update) তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন সদস্যকে (NHRC gives time to TMC team) দেখা করার জন্য সময় দিল জাতীয় মানবাধিকার কমিশন ৷ শুক্রবার দুপুর 12টায় ওই দলের তিনজন সদস্যকে দেখা করতে বলা হয়েছে (National Human Rights Commission gives time to TMC fact finding team)৷

National Human Rights Commission gives time to TMC fact finding team for meeting over Prayagraj incident
প্রয়াগরাজ কাণ্ডে তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দিল জাতীয় মানবাধিকার কমিশন

কলকাতা, 28 এপ্রিল: প্রয়াগরাজের ঘটনায় (Prayagraj incident update) তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন সদস্যকে দেখা করার জন্য সময় দিল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission gives time to TMC fact finding team)। প্রয়াগরাজে একই পরিবারে পাঁচজনের নৃশংস হত্যার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছিল তৃণমূল । এই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপের জন্য একটি চিঠি দেন ।

সেই চিঠিতে এই কমিটির তরফ থেকে বলা হয়, উত্তরপ্রদেশে আইনের শাসন নেই । সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে পর্যন্ত পারেন না । এই অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ করা উচিত । চিঠিতে আরও লেখা হয়েছিল, সুনীল যাদব জানিয়েছেন তাঁর স্ত্রী ও বোনকে ধর্ষণ করা হয়েছিল । পুলিশ তাঁর বয়ান অনুযায়ী অভিযোগ দায়ের করলেও, এফআইআর-এ ধর্ষণের উল্লেখ করেনি । যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ উঠলেই এফআইআর করতে হবে । অথচ নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করা সত্ত্বেও বিষয়টি এফআইআর-এ রাখা হয়নি ।

আরও পড়ুন: TMC Writes NHRC : প্রয়াগরাজ কাণ্ডে এবার জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি তৃণমূলের

তৃণমূলের (TMC fact finding team at Prayagraj) প্রতিনিধি দল প্রয়াগরাজের পুলিশ সুপার অভিষেক আগরওয়ালের সঙ্গে কথা বলে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে । অভিযোগ, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা এখনও নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ । আর সে কারণেই তৃণমূল কংগ্রেস মনে করছে, যোগী সরকারের শাসনে প্রকৃত বিচার পাবে না ওই পরিবার ।

তৃণমূলের এই চিঠি পাওয়ার পর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন জন, অর্থাৎ দোলা সেন, ললিতেশ ত্রিপাঠি ও সাকেত গোখলেকে দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে । বলা হয়েছে, আগামিকাল দুপুর বারোটায় তাঁরা দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের দফতরে গিয়ে দেখা করতে পারেন ।

আরও পড়ুন : TMC fact finding team at Prayagraj: 'যোগীর হাতে রক্তের দাগ', প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.