ETV Bharat / city

NHRC files case over Prayagraj Murder: প্রয়াগরাজ কাণ্ডে মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের

author img

By

Published : May 5, 2022, 6:37 PM IST

তৃণমূলের অভিযোগের পর এবার প্রয়াগরাজ কাণ্ডে (Prayagraj Murder) মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন ৷

national-human-rights-commission-files-case-over prayagraj-murder
প্রয়াগরাজ কাণ্ডে মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের

কলকাতা, 5 মে: প্রয়াগরাজ কাণ্ডে অবশেষে মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন (Prayagraj Murder)। উত্তরপ্রদেশের এই ঘটনায় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিল ভারতীয় তৃণমূল কংগ্রেস (National Human Rights Commission files case)। তৃণমূল সাংসদ দোলা সেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বিষয়টি নিয়ে দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের দফতরে স্মারকলিপি জমা দিয়েছিল । প্রয়াগরাজের ঘটনা সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তারা । এরপরই বৃহস্পতিবার এই ঘটনায় মামলা দাখিল করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC files case over Prayagraj Murder)।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ঘটনাস্থল পরিদর্শনের পর গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তিন সদস্য রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠী এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা আরটিআই কর্মী সাকেত গোখলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন । স্মারকলিপি জমা দেওয়ার পর দোলা সেন বলেছিলেন, "প্রয়াগরাজ থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেটাই মানবাধিকার কমিশনের হাতে তুলে দিয়েছি । যে কোনও ঘটনা ঘটলেই পশ্চিমবঙ্গে টিম পাঠায় মানবাধিকার কমিশন । এ ক্ষেত্রে আমরা দেখতে চাই কমিশন শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয় ।"

আরও পড়ুন: TMC Writes NHRC : প্রয়াগরাজ কাণ্ডে এবার জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি তৃণমূলের

এ দিন দোলা সেন বলেছেন, "শুধু কেস রেজিস্টার নয়, দ্রুত এ বিষয়ে তদন্ত শুরু হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে আমরা আশাবাদী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.