Coal Scam-Moloy Ghatak : দিল্লি যেতে পারবেন না, হোক ভিডিয়ো কনফারেন্স ; ইডিকে মলয় ঘটক

author img

By

Published : Sep 14, 2021, 11:20 AM IST

Updated : Sep 14, 2021, 11:58 AM IST

ইডিকে চিঠি মলয় ঘটকের

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে তলব করেছিল ইডি ৷ তবে তিনি যেতে পারবেন বলে জানিয়ে দিয়ে ভিডিয়ো কনফারেন্স করার কথা বলে চিঠি দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক । এত কম সময় তিনি দিল্লি গিয়ে হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়ে দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ।

মন্ত্রী মঙ্গলবার ইডিকে চিঠি দিয়ে জানান, তিনি এই মুহূর্তে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে পারবেন না । ইডির গোয়েন্দাদের তিনি জানান, কবে তাঁকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা যেন তাঁকে জানিয়ে দেওয়া হয় ৷ মন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে ইডি সূত্রে এখনই কোনও স্পষ্ট উত্তর দেওয়া হয়নি ৷

সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ইডির সদর দফতরে ডাকা হয় । তিনি ছাড়াও কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকেও দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয় । তাঁর স্ত্রী যেতে না পারলেও অভিষেক ইডি দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

Last Updated :Sep 14, 2021, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.