ETV Bharat / city

Maynaguri molestation case: সিবিআই তদন্ত চান না ময়নাগুড়ির নির্যাতিতার বাবা, জানালেন হাইকোর্টে

author img

By

Published : May 4, 2022, 1:35 PM IST

Updated : May 4, 2022, 4:14 PM IST

Maynaguri molestation case: Victim's father tells HC that he don't want CBI investigation
সিবিআই তদন্ত চান না ময়নাগুড়ির নির্যাতিতার বাবা, জানালেন হাইকোর্টে

ময়নাগুড়ি ধর্ষণের চেষ্টার ঘটনায় সিবিআই তদন্ত চান না বলে কলকাতা হাইকোর্টে জানালেন মৃতার বাবা (Maynaguri molestation case)৷

কলকাতা, 4 মে: ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও পরবর্তীকালে হাসপাতালে তার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চান না মৃতার বাবা (Maynaguri molestation case)৷ হাইকোর্টে গিয়ে সে কথা জানিয়েছেন তিনি ৷ এই ঘটনায় সাক্ষী এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করার জন্য ডিজি ও আইজিপি-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । যাতে নতুন করে এঁদের উপর কোনও হুমকি না আসে, সেটা সুনিশ্চিত করতে বলা হয়েছে ৷

কোনও ভাবে নিরাপত্তায় গাফিলতি হচ্ছে কি না, তা খতিয়ে দেখে আদালতকে জানানোর জন্য মামলাকারীকে নির্দেশ দিয়েছে আদালত । মামলাকারীর আইনজীবীর দাবি, মামলার তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রাক্তন বিচারপতি বা পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতে পারেন আদালতকে । আদালত পরে তা বিবেচনা করে দেখবে ।

মৃতার বাবা আজ আদালতে হাজির হয়ে জানান তিনি সিবিআই তদন্ত চাইছেন না । তাঁর তরফে আইনজীবী কিশোর দত্ত জানান, পরিবারের লোকই বলছেন তাঁরা সিবিআই তদন্ত চাইছেন না । এ ব্যাপারে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মধ্যাহ্নভোজের বিরতির সময় কথা বলেন মৃত মেয়েটির বাবার সঙ্গে । সেখানে মৃতার বাবা বলেন, দোষী শাস্তি পাক সেটাই তিনি চান । সিবিআই কী সেটা তিনি জানেন না । পুলিশ তদন্ত করছে । দোষীদের গ্রেফতার করেছে ৷ তাহলে আর সিবিআই তদন্তের কী প্রয়োজন ? দোষীর শাস্তি হলেই হল । তিনি আরও জানান, অভিযুক্তের ভাই শাসক দলের সদস্য । মামলাকারী পল্লবী চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্তর অভিযোগ, "পুলিশের সিজার লিস্টে পরিবারের দুজনকে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে ।"

এ দিন এজি বলেছেন, পুলিশ আক্রান্তের গোপন জবানবন্দি নিয়েছিল । সিজার লিস্টও হলফনামায় দেওয়া হয়েছে । ঘটনাস্থল থেকে দুটি গামছা উদ্ধার করা হয় । একটা ধারালো অস্ত্র । মামলাকারীর পেশ করা ভিডিও লিস্ট পারস্পরিক সংযোগহীন বলেও অভিযোগ করেন তিনি । এ ছাড়াও তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা চলছে ৷ বিজেপির তরফে বারবার মামলা করা হচ্ছে বলে ইঙ্গিত করেন এজি । পুলিশ বিশ্বাসযোগ্যতার সঙ্গে তদন্ত করছে বলে তিনি দাবি করেছেন (Victim's father tells HC that he don't want CBI investigation)৷

আরও পড়ুন: Maynaguri Minor Rape : কড়া পুলিশি নিরাপত্তায় ময়নাগুড়িতে সম্পন্ন নির্যাতিতার শেষকৃত্য

যদিও এর পালটা সওয়ালে সুস্মিতা সাহা ফের বলেন, সিজার লিস্টে এবং এফআইআর-এ তাঁদের পরিবারের কারও স্বাক্ষর নেই বলে পরিবারের লোকেরা বারবার বলেছেন । সত্যতা খতিয়ে দেখতে ফরেনসিক টেস্ট করা হোক । তিনি যে হলফনামা দিয়েছেন তাতে 22/23 ফেব্রুয়ারি পুলিশের দুটি সিজার লিস্ট দেওয়া হয় ।
একটাতে স্বাক্ষর নেওয়া হয় তদন্তের জন্য । আর একটাতে জোর করে দুজনের স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ সুস্মিতা সাহার ৷ তিনি একটি পেনড্রাইভও জমা করেছেন আদালতে ।

এই মামলার পরবর্তী শুনানি হবে 11 মে ৷

Last Updated :May 4, 2022, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.