ETV Bharat / city

ত্রাণ বিলিতে বাধা, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন মনোজ টিগ্গা

author img

By

Published : Apr 18, 2020, 12:12 AM IST

শাসকদলের নেতারা ত্রাণ বিলি করছেন অথচ বিরোধী নেতাদের তা করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।

Manoj Tigga Complain to CM and Governor
মনোজ টিগ্গা

কলকাতা, ১৭ এপ্রিল: তৃণমূলের বাধায় দুস্থদের ত্রাণ দিতে পারছেন না বিরোধী দলের নেতারা। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছেন BJP-র পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।

কোরোনা মোকাবিলায় লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন অনেকে। তাঁদের সাহায্যে যেমন বিনামূল্যে রেশনে খাদ্যসামগ্রী দিচ্ছে সরকার, তেমনই নেতা-মন্ত্রীরা ব্যক্তিগতভাবেও এগিয়ে আসছেন দুস্থদের পাশে দাঁড়াতে। অভিযোগ, শাসক দলের নেতা মন্ত্রীরা অবধে ত্রাণ বিলি করলেও, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাদের ত্রাণ বিলি করতে বাধা দেওয়া হচ্ছে । এর আগে এই বিষয়ে অভিযোগ করেছেন আলিপরদুয়ারের সাংসদ জন বারলা। এমনকী তাঁর অভিযোগ, তিনি যাতে ত্রাণ বিলি করতে না পারেন তার জন্য তাঁকে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। এবার এই বিষয়েই সরব হলেন BJP বিধায়ক মনোজ টিগ্গা। ঘটনা ক্রমশ বেড়ে চলায় শাসক দলকে ছেড়ে কথা বলতে নারাজ তিনি । ঘটনাটি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

শুক্রবার ETV ভারতকে মনোজ টিগ্গা বলেন, "আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে ত্রাণ বিলি করতে গেলে পুলিশ প্রশাসনের মাধ্যমে বাধা দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা। বাধা সত্ত্বেও কয়েকজনকে ত্রাণ দেওয়া হয়েছে। বাকি রয়েছে আরও অনেকেই। সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। ত্রাণ দেওয়া নিয়ে তৃণমূলের এই বাধার বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের নজরে আনা ছাড়া আর উপায় দেখছি না।"

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে স্থানীয় তৃণমূল নেতাদের শাস্তির দাবিও জানাবেন বলেও জানান এই BJP নেতা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.