Bengal wins Skoch Award : শিক্ষায় রাজ্য পেল সেরার স্বীকৃতি, জিতল স্কচ পুরস্কার

author img

By

Published : May 26, 2022, 8:49 PM IST

Mamata Govt wins Skoch Award in Education Centre

এবার শিক্ষা ক্ষেত্রে ভালো কাজের জন্য স্কচ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ সরকার (Mamata Govt wins Skoch Award in Education Sector) ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ৷

কলকাতা, 26 মে : আবার স্বীকৃতি রাজ্যের । এবার স্বীকৃতি এল শিক্ষায় । স্টার অব গভর্নেন্স - স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর (Mamata Govt wins Skoch Award in Education Sector

। আগামী 18 জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে । বৃহস্পতিবার এই সুখবর জানানো হয়েছে রাজ্যকে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) এই সাফল্য আবার রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন । খুশির খবর হল দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনা করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে । আর সেই কারণেই স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021, এই ক্যাটাগরিতে রাজ্যকে সম্মানিত করা হচ্ছে ।

এর আগেও একাধিক বিভাগে 'স্কচ' পুরস্কার পেয়েছে রাজ্য সরকার । অর্থ, পর্যটন এবং নারী ও শিশু কল্যাণ দফতর এই সম্মান পেয়েছে । করোনার জন্য যখন প্রায় দেড় বছর স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তখনও রাজ্যের পড়াশোনার মান বেড়েছে । যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা । ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি । শুধু রাজ্যের শিক্ষা দফতরই নয়, স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্যের পর্যটন দফতরও ।

রাজ্যের শিক্ষা দফতর 2021 সালের কাজের জন্য এই সম্মান পাচ্ছে । মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে । রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দু’টি বিভাগই সেরার তকমা পেয়েছে । এই মুহূর্তে শিক্ষা দফতরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) । সেক্ষেত্রে ব্রাত্য বসুর এই পুরস্কার নিতে দিল্লি যাওয়ার সম্ভাবনা আগামী 18 জুন।

এদিন এই পুরস্কার প্রাপ্তি সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তালিকায় বাংলা মনোনীত হয়েছে । আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর জন্যই এই পুরস্কার এসেছে । তিনি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত যে উন্নয়ন করেছেন, বদল এনেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই স্কচ অ্যাওয়ার্ডের মনোনয়নে ।’’

তাঁর মতে, রাজ্যের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এসবের জন্যই স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষায় আরও বেশি সাফল্য এসেছে । যা গোটা দেশের মধ্যেই নয়া নজির তৈরি করেছে । আর এই সাফল্যেরই পুরস্কার এই ‘স্কচ অ্যাওয়ার্ড’ ।

আরও পড়ুন : CM as Chancellor of Universities : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.