ETV Bharat / city

Mamata Banerjee : বার্ষিক আয় বেড়েছে 5 লাখ, কমেছে ব্যাঙ্ক ব্যালেন্স ; হলফনামা মমতার

author img

By

Published : Sep 11, 2021, 8:00 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাখিল করা হলফনামা অনুসারে, গত এক বছরে আয় বেড়েছে পাঁচ লক্ষ টাকা ৷ 2019-20 অর্থবর্ষে তাঁর আয় ছিল 10 লক্ষ 34 হাজার 370 টাকা । 2020-21 অর্থবর্ষে সেটাই বেড়ে হয়েছে 15 লক্ষ 47 হাজার 845 টাকা । পাশাপাশি সেখানে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে ৷

হলফনামায় মুখ্যমন্ত্রীর আয় বাড়ল পাঁচ লক্ষ
হলফনামায় মুখ্যমন্ত্রীর আয় বাড়ল পাঁচ লক্ষ

কলকাতা, 11 সেপ্টেম্বর : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তাঁর সাধারণ জীবন-যাপনের কথা বিভিন্ন সভায় বলে থাকেন নিজে ৷ এবার তৃণমূল নেত্রী তাঁর হলফনামায়ও জানালেন, তাঁর নামে কোনও গাড়ি নেই ৷ এমনকী, নিজের নামে বাড়িও নেই ৷ ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় নিজের সম্পত্তির হিসেব দিতে গিয়ে এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে 2019-20 অর্থবর্ষের চেয়ে 2020-21 অর্থবর্ষে তাঁর আয় বেড়েছে বলে হলফনামায় জানিয়েছেন ৷ নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সময় হলফনামায় 2019-20 অর্থবর্ষ পর্যন্ত আয়ের কথা জানিয়েছিলেন ৷ সেই হিসেবে, চার মাস পর নতুন হলফনামায় তাঁর আয় বাড়ল 5 লাখ টাকা ৷

2019-20 অর্থবর্ষে তৃণমূল প্রার্থীর আয় ছিল 10 লক্ষ 34 হাজার 370 টাকা । 2020-21 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 15 লক্ষ 47 হাজার 845 টাকা । আবার 2016 সালের বিধানসভা ভোটের আগের হলফনামা অনুসারে, তখন মুখ্যমন্ত্রীর আয় ছিল 9 লক্ষ 18 হাজার 300 টাকা । তবে, 2018-19 আর্থিক বছরে মমতার সেই আয় ছিল 20 লক্ষ 71 হাজার 10 টাকা ।

মমতার দেওয়া পরিসংখ্যানের দাবি, এই 2018-19 আর্থিক বছরেই মমতা সবচেয়ে বেশি আয় করেছিলেন । এদিন জমা করা তথ্য অনুসারে, এখন বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স নিম্নমুখী । এই মুহূর্তে ব্যাঙ্কে তাঁর জমা অর্থের পরিমাণ 13 লক্ষ 11 হাজার 512 টাকা । নন্দীগ্রাম নির্বাচনের সময় তা ছিল 13 লক্ষ 53 হাজার টাকা । এর সঙ্গে নগদ হিসাবে হাতে ছিল 69 হজার 255 টাকা । উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার ব্যাঙ্কে ছিল 27 লক্ষ 61 হাজার টাকা, যা এবারে এসে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ৷

একইভাবে কমছে মমতার অস্থাবর সম্পত্তির পরিমাণও । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার সম্পত্তির পরিমাণ ছিল 30 লক্ষ 75 হজার টাকা । কিন্তু 2021 সালে এসে সেই সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে 16 লক্ষ 72 হাজার 352 টাকা 71 পয়সা । বর্তমানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 15 লক্ষ 38 হাজার 29 টাকা । ওই সম্পত্তির মধ্যেই রয়েছে 9 গ্রাম 700 মিলিগ্রাম অলঙ্কার, যা নন্দীগ্রাম নির্বাচনের তুলনায় 50 গ্রাম কম ।

হলফনামায় মুখ্যমন্ত্রীর আয় বাড়ল পাঁচ লক্ষ
হলফনামায় দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীর গত পাঁচ বছরের আয়ের পরিমাণ

অন্যদিকে, মমতা হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই । নেই চাষের কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী কোনও জমি । এমনকি পৈতৃক সূত্রেও কোনও সম্পত্তি তিনি পাননি বলে জানিয়েছেন । ব্যাঙ্ক কিংবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে মমতার উপর কোনও ঋণের বোঝা নেই ।

আরও পড়ুন : Bhabanipore : উপনির্বাচনের আগেই ভবানীপুরে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, জানালেন ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.