ETV Bharat / city

বীরেন্দ্রর পুনর্বহালে আপত্তি, মমতাকে ট্যাগ করে টুইট রাজ্যপালের

author img

By

Published : Jun 3, 2021, 4:52 PM IST

Updated : Jun 3, 2021, 6:33 PM IST

টুইটে রাজ্যপাল লেখেন, "ভারপ্রাপ্ত কাউকে ডিজি পদে বসানো উচিত না । এই বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশ মান্য করা উচিত রাজ্য সরকারের ।"

mamata-banerjee-govt-should-follow-supreme-courts-order-regarding-appointment-of-dgp-tweet-by-jagdeep-dhankhar
mamata-banerjee-govt-should-follow-supreme-courts-order-regarding-appointment-of-dgp-tweet-by-jagdeep-dhankhar

কলকাতা, 3 জুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বীরেন্দ্র । পরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভা নির্বাচনের আগে বীরেন্দ্রকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন । যদিও ভোট শেষ হতেই বীরেন্দ্রকে ডিজি পদে ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী । বীরেন্দ্রর পুনর্বহাল করা বেআইনি, দাবি তুলে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই বিষয়ে এদিন একাধিক টুইট করলেন তিনি ৷

টুইটে রাজ্যপাল লেখেন, "ভারপ্রাপ্ত কাউকে ডিজি পদে বসানো উচিত না । এই বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশ মান্য করা উচিত রাজ্য সরকারের ।"

  • Government @MamataOfficial shall appoint 1 person from the panel prepared by UPSC and shall not appoint acting DGP or on temporary basis.

    Supreme Court directives to be scrupulously followed.

    WB plea seeking modification declined by Supreme Court on January 16, 2019.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে জগদীপ ধনকড় আরও লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ না করে ইউপিএসসি প্যানেলের থেকে একজনকে ডিজিপি পদে নিয়োগ করা । এই বিষয়ে 2019 সালের 6 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকচ করেছিল সুপ্রিম কোর্ট ।"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তা প্রকাশ্যে, রাজ্যপালকে আক্রমণ কুণাল-কল্যাণের

এরপর সুপ্রিম কোর্টের একটি অর্ডার উল্লেখ করে টুইট করেন রাজ্যপাল । টুইট ট্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এই ঘটনায় রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন করে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

Last Updated :Jun 3, 2021, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.