Mamata Banerjee: আইপিএসদের সমতুল্য সুযোগ সুবিধা পাবেন ডব্লিউবিপিএস আধিকারিকরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 23, 2022, 5:57 PM IST

Mamata Banerjee announces new facilities for WBPS officers

এবার থেকে রাজ্য পুলিশের (West Bengal Police) আধিকারিকরাও আইপিএস আধিকারিকদের মতোই সুযোগ সুবিধা পাবেন ৷ নবান্নে (Nabanna) বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷

কলকাতা, 23 জুন: রাজ্য পুলিশের (West Bengal Police) সঙ্গে রাজ্য সরকারের (Government of West Bengal) সমন্বয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্নে (Nabanna) রাজ্য পুলিশের ডিজি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মমতা ৷ সেখানেই রাজ্য পুলিশের কর্মীদের জন্য একগুচ্ছ নতুন ঘোষণা করেন তিনি ৷ মূলত, আইপিএস আধিকারিকদের সঙ্গে ডব্লিউবিপিএস আধিকারিকদের বৈষম্য দূর করতেই একাধিক সংস্কারমুখী সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার ৷

মমতার ঘোষণা থেকেই জানা যাচ্ছে, এবার থেকে রাজ্য পুলিশের আধিকারিকরাও আইপিএস আধিকারিকদের মতোই পদোন্নতি পাবেন ৷ তাঁদের বেতন, ভাতা-সহ অন্য়ান্য সুযোগ, সুবিধাও বাড়ানো হবে ৷ আইপিএস আধিকারিকদের ধাঁচেই রাজ্য পুলিশ বা ডব্লিউবিপিএস আধিকারিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার ইউনিয়ন গঠন করা হবে ৷

আরও পড়ুন: Mamata Slams BJP : অগ্নিবীর নিয়োগের নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার

এদিনের এই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের ছ'জন আধিকারিককে ডেপুটি পুলিশ সুপার থেকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে উন্নীত করা হবে ৷ একইসঙ্গে মমতা জানান, এবার থেকে রাজ্য পুলিশের আধিকারিকরা তাঁদের কর্মজীবনে 8, 16 এবং 25 বছর অন্তর পদোন্নতি পাবেন ৷ শুধু তাই নয়, এবার থেকে এএসপি ও এসডিপিও-রাও পাবেন বিশেষ ভাতা ৷

মুখ্যমন্ত্রীর কথা অনুসারে, এবার থেকে ডব্লিউবিপিএস আধিকারিকদের যতবার পদোন্নতি (Promotion) হবে, ততবারই তাঁদের বেতনেও অতিরিক্ত বৃদ্ধি (Increment) হবে ৷ ডব্লিউবিপিএস আধিকারিকরা ডব্লিউবিসিএস-দের মতোই ভাতা পাবেন ৷ রাজ্য সরকার মনে করছে, যদি কারও দ্রুত পদোন্নতি হয়, তাহলে তাঁর কাজে বাড়তি আগ্রহ তৈরি হয় ৷ এতে রাজ্য সরকারের অন্য়ান্য কর্মী ও আধিকারিকরাও কাজের প্রতি আরও মনোনিবেশ করবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী ৷

এদিন মমতা জানান, রাজ্যে মোট ছ'জন ডিএসপি পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৷ ছ'জন অ্যাডিশনাল এসপি থেকে এসপি হলেন ৷ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এখন থেকে এএসপি'রা পাবেন (ভাতা বাবদ) 2 হাজার 500 টাকা, এসডিপিও'রা পাবেন 2 হাজার টাকা ৷ এছাড়া, পুলিশের উর্দির জন্য তাঁরা বছরে আরও 15 হাজার টাকা করে পাবেন ৷ অতীতে এই ভাতার পরিমাণ ছিল মাত্র 200 টাকা ৷

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামিদিনে রাজ্যে আধিকারিকদের অভাব মেটাতে 200 জন ডব্লিউবিপিএস এবং ডাব্লিউবিসিএস নিয়োগ করা হবে ৷ প্রয়োজনে রাজ্য পুলিশ থেকে প্রোমোটি অফিসার হিসাবেও তাঁদের ব্যবহার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.