ETV Bharat / city

LPG Price Hike: আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; কটাক্ষ মহুয়ার

author img

By

Published : Jul 6, 2022, 9:35 AM IST

Updated : Jul 6, 2022, 12:15 PM IST

আরও দামি হল গৃহস্থের রান্নার গ্যাস (LPG Price Hike)৷ সিলিন্ডারপিছু 50 টাকা বাড়ানো হয়েছে ৷ গত 2 মাসে সিলিন্ডারপিছু দাম বাড়ল 103 টাকা (Domestic Cooking gas cylinders costlier)৷

LPG Price Hike: Domestic Cooking gas cylinders costlier from today
আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; দাম কোথায় কত ?

কলকাতা, 6 জুলাই: আরও দামি হল রান্নার গ্যাস ৷ গৃহস্থের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারপিছু দাম বাড়ল 50 টাকা (LPG Price Hike)৷ আজ থেকেই এই দাম কার্যকরী হয়েছে ৷ এক ধাক্কায় এতটা মূল্যবৃদ্ধির ফলে আবারও মাথায় চিন্তার হাত পড়ল মধ্যবিত্তের (Gas cylinders price hike)৷

বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির কথা ঘোষণা করে অয়েল মার্কেটিং কোম্পানিস (Domestic Cooking gas cylinders costlier)৷ মূল্যবৃদ্ধির ফলে মেট্রো শহরগুলিতে কোথায় কত দাম হল তা দেখে নেব একনজরে,

শহরনয়া দাম/সিলিন্ডার
কলকাতা₹1,079
দিল্লি₹1053
মুম্বই₹1,052.50
চেন্নাই₹1068.50

গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় ছিল 1,029 টাকা, দিল্লিতে ছিল 1,003 টাকা, মুম্বইতে ছিল 1002.50 টাকা এবং চেন্নাইতে ছিল 1,058.50 টাকা ৷

আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম, দিল্লিতে পেরল হাজারের গণ্ডি

এর পাশাপাশি গৃহস্থের 5কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়িয়েছে ওএমসি ৷ সেই সিলিন্ডারপিছু দাম বেড়েছে 18 টাকা ৷ তবে দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের ৷ সিলিন্ডারপিছু 8.50 টাকা কমানো হয়েছে ৷

এর আগে 19 মে গৃহস্থের রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু বেড়েছিল 3 টাকা এবং তার আগে 7 মে সিলিন্ডারপিছু 50 টাকা বাড়ানো হয়েছিল ৷ অর্থাৎ গত দু মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু 103 টাকা বাড়ল ৷

  • Waking up to Amrit Kaal.

    LPG cylinder prices hiked by ₹50 per cylinder - 3rd hike in past 2 months.

    — Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 2 মাসে তিনবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)৷ তিনি টুইটে লিখেছেন, "অমৃতকালে জেগে উঠলাম ৷ এলপিজি সিলিন্ডারপিছু দাম 50 টাকা করে বাড়ল - 2 মাসে এই নিয়ে তৃতীয়বার ৷"

Last Updated :Jul 6, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.