ETV Bharat / city

Defamation Case Hearing on Suvendu : নিম্ন আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলার শুনানিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের

author img

By

Published : Mar 16, 2022, 1:57 PM IST

Updated : Mar 16, 2022, 2:38 PM IST

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় কোনও পদক্ষেপ নিতে পারবে না নিম্ন আদালত (Lower Court will not Takes Any Action in Defamation Case Against Shuvendu Adhikari ) ৷ আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভাশিস দাশগুপ্তর সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন শুভেন্দু ৷ সেই অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

Lower Court will not Takes Any Action in Defamation Case Against Shuvendu Adhikari
Lower Court will not Takes Any Action in Defamation Case Against Shuvendu Adhikari

কলকাতা, 16 মার্চ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানির মামলায় আপাতত কোনও পদক্ষেপ নিতে পারবে না নিম্ন আদালত ৷ আজ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Lower Court will not Takes Any Action in Defamation Case Against Shuvendu Adhikari ) ৷ শুভেন্দু তাঁর বিরুদ্ধে হওয়ার মানহানির মামলা খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টে গিয়েছেন ৷ সেই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শেষ না হওয়া পর্যন্ত, নিম্ন আদালত বিচারপ্রক্রিয়া শুরু করতে পারবে না ৷ এ দিন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভাশিস দাশগুপ্ত ৷ 10 দিন পর ফের এই মামলার শুনানি হবে ৷

প্রসঙ্গত, বিধানসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী কয়লাপাচার, গরুপাচার সহ একাধিক ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার অভিযোগ করেছিলেন ৷ যার ভিত্তিতে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক ৷ আর বলেছিলেন, শুভেন্দু অভিযোগের প্রমাণ দেখাতে না পারলে মানহানির মামলা করবেন তিনি ৷ সেই মতো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিষেক ৷ নিম্ন আদালতে সেই মামলার শুনানি চলছে ৷

আরও পড়ুন : Anubrata's Cattle Smuggling Case: গরু পাচার মামলায় সিবিআই সমনকে চ্যালেঞ্জ অনুব্রতর, রায়দান স্থগিত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

কিন্তু, শুভেন্দু অধিকারী সেই মামলাকে ভিত্তিহীন দাবি করে খারিজের আবেদন করেছেন ৷ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি চলছে ৷ আজ সেই শুনানিতেই বিচারপতি শুভাশিস দাশগুপ্তের সিঙ্গল বেঞ্চ নিম্ন আদালতকে আপাতত এই মামলার বিচারপ্রক্রিয়া স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ৷ আজ আদালতের তরফে বলা হয়, যতদিন শুভেন্দুর আবেদনের শুনানি হাইকোর্ট শেষ না হচ্ছে, ততদিন নিম্ন আদালত মানহানি মামলার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না ৷ 10 দিন পর এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

Last Updated : Mar 16, 2022, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.