ETV Bharat / city

Railway Workers Contaminated to Covid: রাজ্য বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত একাধিক রেলকর্মী

author img

By

Published : Jul 1, 2022, 10:37 PM IST

রাজ্যে ক্রমশই বাড়ছে করোনার সংক্রমণ ৷ আক্রান্ত হয়েছেন একাধিক রেলকর্মী ৷ যদিও অতিমারির ভয়ালরূপ অনেকটাই হ্রাস পেয়েছে ৷ তবে রেল কর্মীর সংক্রমণে করোনার চতুর্থ ঢেউয়ে কি ব্যহত হবে রেল পরিষেবা (Railway Workers Contaminated to Covid) ?

Railway Workers Contaminated to Covid
বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত একাধিক রেলকর্মী

কলকাতা, 1 জুলাই: করোনা সেই ভয়াল রূপ এখন অনেকটাই কম । মানুষ এখন করোনাকে নিয়েই বাঁচতে শিখে গেছে । দু’টি টিকার পর এখন বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে । তবে এর মধ্যে উঁকি মারতে শুরু করেছে করোনার চতুর্থ ঢেউ । ইতিমধ্যেই পূর্ব রেলের একাধিক কর্মী সংক্রমিত। অনেকে আবার ভর্তি হাসপাতালে (Railway Workers Contaminated to Covid) ।

রাজ্যে আবার উর্ধমুখী করোনা গ্রাফ । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কোভিড সংক্রান্ত নির্দেশিকায় মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যাবহার করার উপর জোর দেওয়া হয়েছে । এখনও ট্রেন পরিষেবায় কোনও রকম ছেদ পড়েনি । কমানো হয়নি পরিষেবার সংখ্যাও । রেলের এক আধিকারীক জানিয়েছেন, যে লোকাল ট্রেনের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছেন কিন্তু তাঁদের দেখলে মনে হয় করোনা একেবারেই বিদায় নিয়েছে । কারও মুখে মাস্ক নেই । এমনকী রেলের কর্মীদেরও মাস্ক পড়ার বলাই নেই । এভাবে চললে শুধু রেল কর্মীরাই নয় যাত্রীরাও সংক্রমিত হয়ে পড়বেন ।

আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, 1700 ছাড়াল আক্রান্তের সংখ্যা

দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে না-হলেও ইতিমধ্যেই পূর্ব রেলের একাধিক রেলকর্মীর শরীরে বাসা বেঁধেছে করোনা । বেশ কয়েকজনের শারিরীক পরিস্থিতির অবনতি ঘটায় ভর্তি করা হয়েছে হাসপাতালে । দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কেএস আনন্দ বলেন, "এখনও আমাদের ডিভিশনের কোনও কর্মীর হাসপাতালে ভর্তির কোনও খবর নেই । তবে সবাই করোনাকে বেশ হালকাভাবে নিচ্ছে । যেটা একেবারেই উচিত নয় । রেল কর্মীরা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সংস্পর্শে আসেন তাই তাঁদের ভয় সব থেকে বেশি । তাই যাত্রী ও রেল কর্মী সবার সচেতন হওয়া উচিত।"

তবে পূর্ব রেলের ক্ষেত্রে ইতিমধ্যে একাধিক ডিভিশন মিলিয়ে পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন কর্মী । সূত্রের খবর লিলুয়া হাসপাতালে ভর্তি হয়েছেন 6 জন, কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 6 জন, বিআরসিং হাসপাতালে ভর্তি রয়েছেন 12 জন এবং আসানসোলের 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন ।

আরও পড়ুন: কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল অ্যাক্টিভ রোগী

ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত কুমার ঘোষ বলেন, "রেলওয়ে কর্মী-সহ যাত্রী কারও মধ্যে এই বিষয়ে কোন রকম উদ্বেগ নেই । তাঁরা মনে করছেন যে করোনা একেবারেই বিদায় নিয়েছে । প্রথম তিনটি ঢেউয়ের সময় যেমন মাস্ক না-পড়ে থাকলে স্টেশন চত্বরেই প্রবেশ করায় নিষেধাজ্ঞা ছিল এখন আর তা নেই । তাই যাত্রীরাও মাস্ক না-পরে যাতায়াত করছেন । এর ফলে সংক্রমণ আরও দ্রুত ছড়াচ্ছে । তাই যাতে কর্মী বা যাত্রী কেউই সংক্রমিত না-হয় সেই দিকে নজর দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে আবার আগের মত প্রত্যেকটি স্টেশনে সচেতনতা অভিযান চালাতে হবে।"

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "আমাদের কর্মীদের মধ্যে এখনও কারোর হাসপাতালে ভর্তির কোন খবর নেই। তবে এটা ঠিক যে সংক্রমণ আবার ছড়াচ্ছে । তাই কর্মী ও যাত্রী উভয়কেই সচেতন হতে হবে। আমরা আবার আগের মত সচেতনতামূলক অভিযান প্রতিটি স্টেশনে শুরু করব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.